Sunday, July 1, 2007

ভারতে গণতন্ত্র আছে কি? Does India have Democracy?

To read and write in Bengali, please download FREE Fonts and FREE Keaboard Software by clicking the links given under "You must visit" and Set your Browser Encoding to Unicode (UTF-8 ). Thank you.

ভারতবর্ষে কি সত্যিই কোনো রকমের গণতন্ত্র আছে ?
Does INDIA really have any DEMOCRACY ?


To read and write in Bengali, please download FREE Fonts and FREE Keaboard Software by clicking the links given under "You must visit" and Set your Browser Encoding to Unicode (UTF-8 ). Thank you.

7 comments:

  1. I consider India has autocracy in the form of democracy. Please read my comments on topics on other political matters.

    ReplyDelete
  2. It seems this is a tough question to answer! That is why we see that this page is still almost empty!

    ReplyDelete
  3. Does the majority of the population know by themselves the meaning of democracy without depending on the elder brothers for each and every advice on democracy and its rules and processes ? When all citizens will be literate enough to understand that democracy can only exist where all want to live collectively and always give preference to collective interest over self-interest , then only answering such questions will be meaningful.

    ReplyDelete
  4. Jodi China, N.Korea, Cuba, Soudi Arabia, Pakistan e sob desher kotha bhabi to bolbo Bharat e oboshyoi Democracy achhe. Abar UK, USA, Japan, eder kotha bhable money sondeho dana bhadhe! Democracy kothatar mane niyei dhondho hoy!

    ReplyDelete
  5. গণতন্ত্রে নাগরিকদের প্রধান কর্ত্তব্য সঠিক শাসক নির্বাচন করা । যেখানে আমাদের মতো শিক্ষিত লোকেদেরই 'গণতন্ত্র' কথাটার মানে নিয়ে সন্দেহ থেকে যাচ্ছে সেখানে নির্বাচনে কি রকম শাসক নির্বাচিত হচ্ছে তা বলা বাহুল্য ।

    ReplyDelete
  6. গত কদিনের সারা দেশের, বিশেষ করে পশ্চিমবঙ্গের , নানা ঘটনা থেকে আমার ধারণা , যে ভারতে গণতন্ত্রের মুখোসের আড়ালে সাময়িক রাজতন্ত্র চলে , আরও বলবৎ হয়েছে । এখানে রাজনৈতিক ব্যক্তিত্ত্ব , তা সে নির্দল হোক বা কোন দলের পতাকার তলাতেই হক , একমাত্র দাম দেয় পরের নির্বাচনে তার পক্ষে ভোটের সংখ্যাকে । দেশের মঙ্গল , দেশের উন্নতি , তার নিজস্ব ব্যক্তিগত সত্ত্বা , তার রাজনৈতিক মতাদর্শ , তার নিজস্ব বা তার দলের রাজনৈতিক পরিকল্পনা , এমনকি তার দেশবাসী হিসাবে সমষ্টিগত সত্ত্বা ইত্যাদি সবই তুচ্ছ এই সংখ্যার কাছে ।

    ReplyDelete
  7. এখনকার ঘটনা ( মহারাষ্ট্র , বিহার , গোয়া , উড়িষ্যা , অন্ধ্রপ্রদেশ , কেরালা আর পশ্চিম বঙ্গ ও আরও অন্য অনেক জায়গার ঘটনা ) পরিস্কার করে দিচ্ছে যে ভারতবর্ষ বলে একটা দেশ যে আছে ও তাদের অধিবাসীদের যে এক রকম দৃষ্টি ভঙ্গী হওয়া উচিৎ তা তারা নিজেরাই জানে না বা মানে না । তাদের তথাকথিত সব রাজনৈতিক দলের সব নেতারাও তা মানেন না ও খুব স্পষ্ট ভাবে চান যে প্রদেশ-দিয়ে-খন্ডিত জনগণও যেন তা না জানে ও না মানে । কেননা তারা মানলে তো তাদের অসুবিধা আর তা না মেনেও তো গণতান্ত্রিক প্রথায় সংবিধানকে শতকরা ১০০ভাগ মেনে সাময়িক রাজত্ত্ব চালাতে কোন অসুবিধা হয় না । তবে আর দেশের কথা ভেবে হবে কি ? আর তাতে তো নিজেদের অস্তিত্ত্বের সংকট । তাই দেখা যাচ্ছে ভারতবর্ষে গণতান্ত্রিক প্রথায় শাসন ব্যাবস্থা চললেও যে কারণে এই প্রথায় শাসন ব্যাবস্থা চালান তাই অর্থহীণ হয়ে গেছে । তাই আমাদের এখন চিন্তা করতে হবে ভারতে গণতন্ত্রের কোন মানে আছে কি? বা ভারতে গণতান্ত্রিক প্রথায় যে ব্যবস্থা চলছে তাকি দেশের পক্ষে মঙ্গলকর ? দেশের মঙ্গলের জন্যেই কি স্বাধীনতার পরে গণতান্ত্রিক প্রথা চালু করা হয়েছিল ? যদি তাই হয়ে থাকে তবে দেশের গরিষ্ঠ সংখ্যক লোক ও তাদের রাজনৈতিক নেতারা
    কেন এতদিন বাদেও পুরো দেশের কথা কখনও ভাবে না ও তা সত্ত্বেও সব কিছু সমান ভাবে চালিয়ে যেতে পারে শুধু নির্বাচনে সংখ্যাটাকে বাঁচিয়ে রেখে ।

    ReplyDelete