Wednesday, July 4, 2007

মগজ ধোলাই ! Brain Washing !

To read and write in Bengali, please download FREE Fonts and FREE Keaboard Software by clicking the links given under "You must visit" and Set your Browser Encoding to Unicode (UTF-8 ). Thank you.

"মগজ ধোলাই" বলে আসলে কি কিছু আছে ?
Is there any such thing called Brain Washing ?


To read and write in Bengali, please download FREE Fonts and FREE Keaboard Software by clicking the links given under "You must visit" and Set your Browser Encoding to Unicode (UTF-8 ). Thank you.

1 comment:

  1. আসলে কি আছে আর কি নেই তা কি আমরা জানি । আমরা যখন যা দেখি তাই আসল বলে জানি যতক্ষণ না আর কেউ আমাদের প্রমাণ করে বুঝিয়ে দেয় যে সেই ব্যাপারে আমরা যা দেখি তা ভুল আর যা দেখি না অথচ যা আসল তা অন্য কিছু । 'মগজ ধোলাই' এরকমই একটা জিনিষ যা আমরা দেখতে পাই না কিন্তু সব সময়ে সব জায়গায় বিরাজমান । জন্মের পর থেকেই আমাদের মগজ ধোলাই সুরু হয় । মাবাবা ছেলেমেয়েদের করে , স্কুলে মাষ্টারমশাই-দিদিমনি ছাত্রছাত্রীদের করে ,কলেজে অধ্যাপক-অধ্যাপিকারা ছাত্রছাত্রীদের করে , বাড়ীতে বড়রা ছোটদের করে , অফিসে বসেরা জুনিয়ারদের করে , নেতারা ক্যাডারদের করে ইত্যাদি ইত্যাদি । 'মগজ ধোলাই' হয়েছে বলেই মানুষ আজ আগের তুলনায় উন্নত । যে জাতির 'মগজ ধোলাই'বেশী হয়েছে সে জাতি অন্য জাতি অপেক্ষা বেশী উন্নত ইত্যাদি ইত্যাদি । 'মগজ ধোলাই' তো বুদ্ধির প্রমাণ । বুদ্ধি আছে বলেই মানুষ একে অপরের মগজ ধোলাই করতে পেরেছে যা অন্য প্রাণীরা পারেনি । তাই মানুষ সভ্য হয়ে নিজেদের জীবনযাত্রার উন্নতি করেছে যা অন্য কোন প্রাণী পারেনি । তাই 'মগজ ধোলাই' মানুষের উন্নতির প্রধান সোপান । এর দ্বারাই এক প্রজন্মের মানুষ তার অভিজ্ঞতা ও জ্ঞান তার পরের প্রজন্মের মধ্যে সঞ্চারিত করতে পারে । 'মগজ ধোলাই' মানুষের মধ্যে আগে ছিল , এখন আছে আর পরে থাকাটাই মঙ্গলের (না থাকাটা দুঃখজনক ) ।

    ReplyDelete