Thursday, August 30, 2007

ভারতীয় ফুটবল Indian Football


ভারতীয় ফুটবল

নেহেরু কাপ জয় থেকেই কি ভারতীয় ফুটবলের স্বর্ণযুগের সূচনা হল ?
এ বিষয় আপনাদের মতামত COMMENT করে এই পাতায় লিখে যান ।


Indian Football
Has Indian football's golden era started with the wining of the Nehru Cup ?
Please give your COMMENTS on this topic.

To read and write in Bengali, please download FREE Fonts and FREE Keaboard Software by clicking the links given under "You must visit" and Set your Browser Encoding to Unicode (UTF-8 ). Thank you.

1 comment:

  1. নেহেরু কাপ থেকে শুধু ভারতীয় ফুটবলের নয় আশা করি ভারতের স্বর্ণযুগের সূচনা হল । সাম্প্রতিক নানা খবর পড়ে ও খেলার ফল দেখে আমার মনে হয়েছে ভারতীয় ফুটবল টীমের সংগঠনে ও কিছু অতিরিক্ত সুবিধা দানের মধ্যে প্রাদেশিকতা প্রকট নয় । তাই খেলোয়াড়রা দেশের জন্য খেলার ও জেতার একটা অদম্য উৎসাহ পেয়েছে ।
    এই ধরণের অন্য খেলাতে যাতে ভারতীয়রা অংশ গ্রহণ করে সেখানেও যদি প্রাদেশিকতাবিহীণ শুধু খেলায় পারদর্শিতা ও শৃঙ্খলাপরায়ণ আচরণের উপরে ভিত্তি করে দল নির্বাচন হয় ও সুবিধা দেওয়া হয় তাহলে জাতীয় অনুভূতি বাড়ার জন্য আন্তর্জাতিক স্তরে ফল আরও ভাল হওয়া আশা করা যায় ।
    তারপরে যদি সব স্তরেই এ ধরণের অনুভূতি ও আচরণ ছড়িয়ে পড়ে তবে আমাদের স্বাধীনতা পূর্ববর্তী নেতারা যে ধরণের সোনার ভারতের স্বপ্ন দেখেছিলেন ,তখনকার কালের অন্য লোকেদের দেখিয়েছিলেন ও তা সার্থক করার জন্য প্রাণ দিয়েছিলেন তা সত্য সত্যই জন্ম নেবে ।

    ReplyDelete