Sunday, September 2, 2007

খুচরা বাজার দখল Retail Market Capture

To read and write in Bengali, please download FREE Fonts and FREE Keaboard Software by clicking the links given under "You must visit" and Set your Browser Encoding to Unicode (UTF-8 ). Thank you.

ভারতের খুচরা বাজার দখল

দেশী ও বিদেশী পুঁজিপতিরা বেশ কিছুদিন যাবত ভারতের খুচরা বাজারের দিকে নজর দিয়েছেন । বিদেশী বানিজ্য সংস্থাগুলি দেশী পুজিপতিদের হাত ধরে একে একে ঢুকছেন দেশে । যেমন আমেরিকার ওয়ালমার্ট ঢুকে গেছে ভারতীর হাত ধরে । দেশী রিলায়েন্সও এ রাজ্যে নিজেদের ব্যাবসা বিস্তার করতে সবে শুরু করেছিলেন । কিন্তু শাসক জোটের ফরওয়ার্ড বল্ক দলের আন্দোলনের ফলে, যাতে প্রচুর রিলায়েন্স এর দোপান পাট ভাভচুর করা হয়, তারা সম্প্রতি জানিয়েছেন যে তাঁরা আপাতত থামছেন ।
মুখ্যমন্ত্রী চান যে তারা এ রাজ্যে থেকে যান । কলকাতার বহু মানুষ চান এরা থাকুন । যাতে তারা বিদেশের মত শিতাতপ চকচকে দোকানে, চকচকে প্যাকেটে, এমন কি চকচকে দোকানদারের কাছ থেকে জিনিষ কেনা কাটা করার সুযোগ পাবেন ! এখন আবার বেশ খানিকটা কম দামেও! শপিং মলের অভিজ্ঞতায় তারা বেশ মুগ্ধ ! একটু খোঁজ নিলেই দেখা যাবে যে অনেক পাড়ার মুদি দোকানদারদের নাভিশ্বাস এরই মধ্যে উঠে গেছে । বহু ঝাঁপ বন্ধ হবার আর দেরী নেই ।

এই নতুন ব্যবস্থা কতটা ভাল বা কতটা খারাপ তা নিয়েই আমরা আপনাদর মতামত জানতে চাই । এই পাতায় COMMENT হিসেবে আপনার মতামত লিখে যান ।

Capturing India's Retail Markets

Foreign and Indian Investors had been eying the Indian Retail Markets for quite some time. Many of the foreign Retailers have entered the Indian Markets as partners of some Indian investoe or the other. For example Walmart has come to India via Bharati. And Reliance had started opening their chain in West Bengal. But due to the violent agitation of the Forward Block, a constituent of the Left Front ruling qualition govt, they have decided to stop for the moment.
The Chief Minister wants them to stay. A lot of people in Kolkata want them to stay. So that, like the foreign developed countries, they have the opportunity to buy things from air-conditioned markets, in beautiful packets, from beautiful shopkeepers! Specially when they are offering things at a cheaper price, for the moment! They are very pleased with the experience of the shopping Malls! You may have noticed that a lot of small shopkeepers, grocers, are finding it very difficult to compete with these giant retailers. It will not be long before many of them are forced to pull down their shutters.

We want to know what is your opinion about this new system that is gradually being introduced. Please give your COMMENTS on this page on this issue.

To read and write in Bengali, please download FREE Fonts and FREE Keaboard Software by clicking the links given under "You must visit" and Set your Browser Encoding to Unicode (UTF-8 ). Thank you.

No comments:

Post a Comment