Wednesday, February 20, 2008

দুই বড়লাটের কাহিনি DUI BOROLAAT ER KAHINI

To read and write in Bengali, please download FREE Fonts and FREE Keaboard Software by clicking the links given under "You must visit" and Set your Browser Encoding to Unicode (UTF-8 ). Thank you.


দুই বড়লাটের কাহিনি
অমলেন্দু সেনগুপ্ত

সকলেই জানেন যে ব্রিটিশ আমলে পরাধীন ভারতে সর্বোচ্চ শাসককে বড়লাট বলে অভিহিত করা হ’ত ভারতে ব্রিটিশ আমল শুরু হয়েছিল ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে সিরাজদৌল্লার পরাজয়ের পর থেকে এবং শেষ হয় ১৯৪৭ সালের ১৪ই আগষ্ট ভারতের স্বাধীনতা প্রাপ্তির ক্ষণে একই সময়ে ভারত দ্বিখণ্ডিত হয় ভারত ও পাকিস্তান এই দুটো রাষ্ট্রের সৃষ্টি হয় এই সব ঐতিহাসিক কাহিনি সবারই জানা ১৭৫৭ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত ১৯০ বছর সময়ের মধ্যে প্রথম ১০০ বছর ভারত শাসিত হয়েছে ইষ্ট ইণ্ডিয়া কোম্পানীর দ্বারা এবং বাকি সময় প্রত্যক্ষ ব্রিটিশ পার্লামেন্ট দ্বারা তবে ঐ শাসনের বিশেষ প্রভেদ ছিল না প্রজাপীড়ন সমানভাবেই চলেছে যাই হোক এই দীর্ঘ সময়ে ব্রিটিশ সম্ভ্রান্ত বংশের মানুষেরা বড়লাট হিসেবে এসে ভারত শাসন করে আবার ফিরে গেছেন নির্দিষ্ট সময়সীমা বলে কিছু ছিল বলে মনে হয় না তবে বেশিরভাগ বড়লাটই ৫/৬ বছর কাজ করেছেন এদেশে কয়েকজন কিছু বেশিদিন ছিলেন আবার কয়েকজন বে শ কম সময় কাজ করেছেন এর মধ্যে কোন কোন বড়লাট কিছু কিছু ভাল কাজ করেছেন বেশিরভাগই গতানুগতিকের গণ্ডি পার হতে পারেন নি ভারতে বড়লাটগিরি করার পরে অধিকাংশই হারিয়ে গেছেন পরে বিখ্যাত হয়ছেন এমন বড়লাটের দেখা পাওয়া যায় নি আমরা ইতিহাসে লর্ড বেন্টিঙ্কের কথা পড়েছি এই ভদ্রলোক কিছু ভালো কাজ করেছেন যেমন ঠগী দমন এই মুহুর্তে আর কিছু মনে পড়ছে না এই দীর্ঘ সময়ের মধ্যে একজন বড়লাটই ভারতে মারা যান বড়লাট মেয়ো গিয়েছিলেন আন্দামান ও নিকোবর পরিদর্শনে সেখানে শের আলি নামে এক কয়েদি তাকে হত্যা করে লর্ড মেয়ো গিয়েছিলেন দক্ষিণ আন্দামানের সবচেয়ে উঁচু পাহাড় মাউন্ট হ্যারিয়েট প্রদর্শনে তাঁর নেমে আসার সময় শের আলি ছুরি নিয়ে বড়লাটের উপর ঝাঁপিয়ে পড়ে লর্ড মেয়োকে নিয়ে তক্ষুনি এক মোটরলঞ্চ রসদীপের দিকে ধাবমান হয় মনে হয় মাঝপথেই তাঁর মৃত্যু হয় এই ঘটনা ঘটেছিল ১৮৭২ সালের ৮ই ফেব্রয়ারি

যাহোক এবারে যে বড়লাটদ্বয়ের কথা বলার জন্য এ লেখা, তাদের কথা বলি ......সম্পূর্ণ লেখাটি পড়তে এখানে ক্লিক করুন এবং এই পাতায় ফিরে এসে আপনার মতামত COMMENTS করে লিখে যান আপনার মতামত তত্ক্ষণাত্ প্রকাশিত হয়ে যাবে


Leave your COMMENTS on this Issue here. They will be published immediately.


To read and write in Bengali, please download FREE Fonts and FREE Keaboard Software by clicking the links given under "You must visit" and Set your Browser Encoding to Unicode (UTF-8 ). Thank you.

No comments:

Post a Comment