Sunday, April 20, 2008

নেপাল Nepal नेपाल

To read and write in Bengali, please download FREE Fonts and FREE Keyboard Software by clicking the links given under "You must visit" and Set your Browser Encoding to Unicode (UTF-8 ). Thank you.

নেপাল


আমাদের উত্তরের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র নেপাল-এর ইতিহাসে একটি স্বরণীয় সময় চলছে। সেখানে দীর্ঘ দিন ধরে মাওবাদী নেতা প্রচণ্ড-এর নেতৃত্বে আন্দোলনের পরে একটি সাধারণ নির্বাচনে তাঁরা ক্ষমতা দখল করেছেন। এবার কেউ এটা বলতে পারবে না যে তাঁরা শুধু বন্দুকের নলের জোরে এসেছেন। নেপালের মানুষ নেপালের রাজশাহীর অত্যাচারে অতিষ্ঠ হয়েই যে এঁদের বেছে নিয়েছেন তাতে কোনো সন্দেহ নেই । যেহেতু নির্বাচনে তেমন কোনো রকমের রিগিং বা ভীতি-প্রদর্শনের অভিযোগ পাওয়া যায় নি, আমাদের এটা নেপালের জনগণের রায় হিসেবেই মেনে নিতে হবে ।


নেপালের অপসারিত রাজা জ্ঞানেন্দ্রের উত্থান হয়েছিল এক গভীর ষড়যন্ত্রের মধ্য দিয়ে, যার সত্য আজও উদ্ঘাটিত হয় নি । শ্রী বীরেন্দ্র বীর বিক্রম শাহ দেব (নিহত প্রাক্তন রাজার পোষাকী নাম) হঠাত্ এক দিন সপরিবারে আততায়ীর হাতে নিহত হন, তাঁর নিজের প্রাসাদেই! তারপর থেকেই জ্ঞানেন্দ্রের উত্থান । এই ঘটনায় নেপালের জনগণও ক্ষুব্ধ হয়েছিলেন কিন্তু কোনো কথা বলতে পারেন নি । সেই সব ঘটনাবলিও জ্ঞানেন্দ্রের পতনের কারণ, তাতে সন্দেহ নেই ।


যাই হোক এখন এক নতুন সূর্য নেপালের আকাশে উদিত হচ্ছে । আমরা আসন্ন দিনগুলিতে যাতে তাঁদের জীবন সুখ-শান্তি-সমৃদ্ধিতে ভরে ওঠে সেই প্রার্থনা করে নেপালের জনগণকে জানাই আমাদের শুভেচ্ছা।

নেপাল সম্বন্ধে যাবতীয় আলোচনা বা বক্তব্য এই পাতায় Comment করে লিখুন

Nepal


Our Northern neighbour Nepal is passing through a historic period of time. After quite a protracted movement, the Maoists have come to power through an election. Now nobody will be able to say that "power to them has come through the barrel of a gun!" This verdict is undoubtedly the result of the deprivation caused by the monarchy in Nepal. Since there was no allegations of rigging in the election, we may safely take this verdict as the will of the people of Nepal.


King Gyanendra's ascent to the throne of Nepal was under very mysterious circumstances. His predecessor, King Virendra Vir Vikram Shah Dev (The ceremonial name of King Virendra) was assassinated along with his entire family right inside his palace, one day! This incident caused a lot of resentment in the minds of ordinary people of Nepal but they were not allowed to speak out. There is no doubt that these events are also partly responsible for the downfall of Gyanendra.


What ever be the reasons, Today there is a new Sunrise on the Nepalese horizon. We prey for Peace and Prosperity for the people of Nepal in the days to come and wish them all our very best.


Please write your Comments and Discussions on any topic on Nepal in this page.


नेपाल


To read and write in Bengali, please download FREE Fonts and FREE Keyboard Software by clicking the links given under "You must visit" and Set your Browser Encoding to Unicode (UTF-8 ). Thank you.

1 comment:

  1. The Ex king Gyanendra of Nepal walked out of the Narayanhiti Palace. The only declared Hindu Kingdom now is a Secular republic.
    We wish the Nepali people a very happy and prosperous future.

    While leaving the palace Gyanendra said that he will now work for the well being of the people of Nepal. Had he really done so earlier, he would not have been in this situation today!

    ReplyDelete