Wednesday, September 17, 2008

ব়্যাগিং Ragging

To read and write in Bengali, please download FREE Fonts and FREE Keyboard Software by clicking the links given under "You must visit" and Set your Browser Encoding to Unicode (UTF-8 ). Thank you.


ব়্যাগিং


কেউ কেউ বলেন ব়্যাগিং নাকি ছেলে মেয়েদের সাবলিল হওয়ার পক্ষে জরুরী একটা পর্ব যা কলেজে প্রবেশ করার পরে শুরু হয় । আবার অনেকে মনে করেন যে এটি একটি সামাজিক ব্যাধি । কে কতটা স্মার্ট হল কি না তা দেখার দায়ীত্ব আর অধিকার কলেজের সিনিয়ার ছেলে মেয়েদের কে দিয়েছে? অনেক ক্ষেত্রে দেখা গেছে যে নতুন ছেলে মেয়েরা বড়দের বিক্রিত যৌন-মানসিকতার শিকারও হচ্ছে । অনেক ক্ষেত্রে নতুন ছাত্র-ছাত্রীকে বাড়ি ফিরে যেতে হয়েছে নানান মানসিক অসুস্থতা নিয়ে । ব়্যগিং এর নামে শারীরিক অত্যাচারের ফলে ছাত্র-ছাত্রী কে সারা জীবনের জন্য বিকলাঙ্গ হয়ে বাড়ি ফিরতে হয়েছে । বেশ কয়েকটি ক্ষেত্রে ছাত্রের মৃত্যুও ঘটেছে। এসব বিষয়ে কোনো কোনো ক্ষেত্রে কড়া পদক্ষেপ নেওয়া হলেও বেশীরভাগ ক্ষেত্রেই তা হয় না । পশ্চিম বঙ্গের কলেজগুলোতে অবস্থা তো আরও খারাপ! স্কুল কলেজ তো দূরের কথা পশ্চিম বঙ্গে, স্বাভাবিক জীবনে সাধারণ মানুষ আজ কোনো কিছু দেখলে-শুনলে, চুপ করে থাকাই বেশী "শান্তি"-র বলে মনে করে । কিছু হলেই বলে বেশ শান্তিতে আছি, ঝামেলার মধ্যে গিয়ে লাভ নেই । বেশী প্রতিবাদ করতে গেলে গায়ে মাওবাদীর তকমা এঁটে দেবে সরকার ! এই যখন অবস্থা তখন ব়্যাগিং এর বিরুদ্ধে ছেলে মেয়েরা মুখ খুলবে, এটা আশা করা উচিত না ।



এই পাতায় আপনারা ব়্যাগিং সম্বন্ধে আপনাদের মতামত, পক্ষে বা বিপক্ষে, COMMENT লিখে জানিয়ে এই তর্ক-বিতর্কের পাটাটিকে মুখরিত করে তুলুন । এরই সাথে ব্যক্তিগত কোনো অভিজ্ঞতা, খারাপ বা ভাল, এখানে জানিয়ে গেলে আরও ভাল লাগবে ।


Ragging

Some people say that Ragging is a necessary chapter in the lives of the boys and girls, which starts when they join colleges, to make them smart. Whlie others say that it has become a social evil. Who has given the responsibility and the rught to the senior students to make the freshers smart?Some times the freshers are the victims of warped sexual psychological behaviours of their senior students. Many of them had to return home with psychological disorders, while many have been physically affected for the rest of their lives, due to tortures in the name of Ragging. Some boys and girls have even been killed during Ragging!While strong steps are taken in a few cases, mostly nothing serious is done about it by the authorities. Situation in the Colleges of West Bengal is worse! Forget about schools and colleges, the ordinary person here prefers to keep quiet even if he or she witnesses a wrongdoing. They prefer to remain quiet in exchange for being left in "Peace"! If anything happens they will say that oh we are living in "Peace", there is no use of getting into trouble! If you protest too much you may be lebeled as a "Maoist"! When such is the state of affairs, we should not expect the students to come out with the facts against Ragging during an investigation.



Please write your opinion about Ragging, good or bad, on this page. We will appeciate if you write down any personal experiences of Ragging, good or bad, here as COMMENTs.


To read and write in Bengali, please download FREE Fonts and FREE Keyboard Software by clicking the links given under "You must visit" and Set your Browser Encoding to Unicode (UTF-8 ). Thank you.

No comments:

Post a Comment