Lalgarh লালগড়
To read and write in Bengali, please download FREE Fonts and FREE Keyboard Software by clicking the links given under "You must visit" and Set your Browser Encoding to Unicode (UTF-8 ). Thank you.
এই বিষয় অথবা এই কবিতাটি সম্বন্ধে আপনার মতামত নিচে Comment করে লিখে যান ---
দুষ্ট কবির ধৃষ্ট কবিতার পাতায় এই কবিতাটি পড়তে এখানে ক্লিক করুন
দুষ্ট কবির অন্যান্য ধৃষ্ট কবিতা পড়তে এখানে ক্লিক করুন
হার্মাদের পর কি মাওবাদ !?
এসেছিলেন কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে,
মানুষের আশা আকাঙ্খার প্লাবনে ভর ক’রে,
আমার সদ্য আসা যৌবনে
সেদিনের সে উল্লাস, সে আনন্দ,
প্রৌঢ়ত্বের ভাঙা রেকর্ডের মাঝেও স্মৃতিতে উজ্জ্বল
বিশ্বের ইতিহাস বলেছিল ---
সভ্যতার অভিজ্ঞতা বলেছিল ---
যে যায় লঙ্কায় সেই রাবণ!
সদ্য আসা যৌবনের গরম রক্ত এক কথায় তা উড়িয়ে দিয়েছিল
বরাবরই ছিল রাষ্ট্রীয় সন্ত্রাস!
পরে এল লাল সন্ত্রাস!
শাসক দলের পেটোয়া পুলিশের হাতে বন্দুক
নব্য-বিপ্লবীদের হাতে বন্দুক
নিন্দুকেরা বললো “হার্মাদ” !
তিন যুগ পেরিয়ে তাদেরই মৌরুসী পাট্টা জমে উঠেছিল
খুন, ধর্ষণ, দখলদারী!
বেশ চলছিল সবাই মেনেই নিয়েছিল
ভদ্রলোকেরা বলতো ---
বিকল্প কোথায় ? এদের সরিয়ে কাকে আনতে চাও হে ?
তাই, ওভাবেই চলছিল
রুখে দাঁড়ালেন একদল মানুষ
সিঙ্গুর!
নন্দীগ্রাম!
সেখানে নাকি বন্দুকধারীরাও গিয়েছিলেন
যাঁরা নিজেদের মাওবাদী বলেন লড়েওছিলেন মরেওছিলেন
তাঁদের নেতা বললেন
তবুও মানুষ মূল স্রোতের দলগুলোকেই বেছে নিয়েছিলেন
কারণ শত হলেও তাঁদের সাথে কথা বলা যায়
তাঁরা সব সময় মুখ ঢেকে পিঠে বন্দুক ঝুলিয়ে ঘুরে বেড়ান না
বিশাল সংখ্যক বিরোধী দলের মধ্যে থেকে মানুষ একটিকেই বেছে নিলেন
না
একটি জোটকে!
দম্ভের চূড়া থেকে বলা হলো রামধনু জোট!
ফল খারাপ হয় নি
কাঁধে বন্দুক ঝুলিয়ে না ঘুরলেও সেখানে রাজার দিন শেষ
সেদিন যাঁরা মার খাচ্ছিলেন, এখন তাঁরাই রাজ করছেন, সেখানে
এরপর এল লালগড়
সেখানে স্বতস্ফূর্ত জনগণের আন্দোলন ভালোই দানা বাঁধছিল
বুদ্ধিজীবীরা গিয়ে দেখা করে এলেন
জানিয়ে এলেন সমর্থন
কবিরা লিখলেন কবিতা
দেওয়া হলো সুর
গাওয়া হলো গান
কিন্তু!
কখন যে আন্দোলনটি মাওবাদীরা হাইজ্যাক্ করে নিলেন বোঝাও গেল না
এখন তো বোঝাই যায় না কোথায় জনগণ শেষ আর মাওবাদ শুরু!
আন্দোলন চলছে, চলবে
জনগণের প্রতিবাদের জন্য সেখানে ভোট বয়কট হলো
যাদের হেরে ভুত হবার কথা ছিল,
তারাই আবার জিতে গেলেন!
কারণ, বৃহত্তর মানুষ গোসা করে ভোট দিতে যান নি!
না! তাঁদের ভোট দিতে যেতে বারণ করা হয়ছিল!
যদি যেতেন, তাহলে আজ তাঁরাও রাজ করতেন
সিঙ্গুর নন্দীগ্রামের মত
নিজেদের হাতে চলে আসতো নিজেদের ভবিষ্যত গড়ার চাবিকাঠি
নিজেদের উন্নয়ণের চাবিকাঠি
আসে নি
তাতে সেখানকার জনগণের কতটা লাভ হলো কে জানে
কিন্তু মাওবাদীরা খুশি
যে গণরোষের কালোমেঘ সেখানে দানা বেঁধেছে,
তা তাঁদের প্রভাব বিস্তারের জন্য প্রশস্ত
তাঁরা এখন জনগণের অভিভাবকের ভূমিকায়
তাঁরাই বলে দেন, মানুষকে, মিডিয়াকে---
কে, কবে, কোথায়, কেমন ক’রে আন্দোলন করবেন
কোন জনগণের নেতা কোথায়,
কবে কি করবেন! কোথায় দেখা দেবেন!
দিনে যৌথ বাহিনী মার্চ করে হাতে বন্দুক নিয়ে!
রাতে মাওবাদীরা মার্চ করে হাতে বন্দুক নিয়ে!
যেন কানা মাছি ভোঁ ভোঁ খেলা!
এঁদের মাঝে পড়ে জনগণই চিঁড়ে চ্যাপ্টা!
মাঝে মাঝে গুলি চলে
লাশ পড়ে
একের পর এক লাশ পড়ে
প্ল্যান টা ঠিক কি ?
শাসক দলকে ক্ষমতা থেকে সরানো না কি তাদের মাথা ধড় থেকে সড়ানো ?
ভিন্ন রাজনৈতিক মতবাদের জন্য যদি এমন ক’রে মরতে হয়,
তাহলে ধর্মীয় দাঙ্গা কি দোষ করেছিল ?
তাঁরা যদি কোনোও দিন ক্ষমতায় আসেন,
তাহলে কি একটা কথাও বলতে পারবে কেউ
কবিতা লেখা তো দূরের কথা!
"প্রতিবাদ"-এর "প্রতি"টি শব্দই পড়বে "বাদ"!
জনগণ এখন চেপে আছে একটা বাঘের পিঠে!
নামতেও পারছে না! ছাড়তেও পারছে না!
কোনো প্রতিবাদও শোনা যাচ্ছে না
আসলে যাঁদের হাতে বন্দুক, তাও আবার স্বয়ংক্রিয়,
যাঁদের ক্ষমতার উত্স বন্দুকের নল,
তাঁদের বিরুদ্ধে মুখ খোলাটা কি বুদ্ধিমানের কাজ!?
দুষ্ট কবির বুদ্ধি আছে, এ কথা কে কবে বলেছে!?
তাই তাঁর জিজ্ঞাসা ---
হার্মাদের পর কি মাওবাদ !?
. ************** কলকাতা, ০৪/০৯/২০০৯
To read and write in Bengali, please download FREE Fonts and FREE Keyboard Software by clicking the links given under "You must visit" and Set your Browser Encoding to Unicode (UTF-8 ). Thank you.
সবই বুঝলাম, কিন্তু এর শেষ কোথায় ?
ReplyDeleteBut some thing has to be done
ReplyDeleteাওবাদীরা যদি এতই ভয়ানক হয় তাহলে কেন্দ্রীয় সরকার এদের নির্মূল করছে না কেন ?
ReplyDeleteBangali jatir itihas-a lalgarh ek gouraob gantha ...
ReplyDeleteKobi Rudrasagar
http://www.youtube.com/watch?v=_jTnckJS_rw
ReplyDeletehttp://www.youtube.com/watch?v=_jTnckJS_rw
ReplyDeletehttp://www.youtube.com/watch?v=xBQwsoOpHl8
ReplyDeleteEkta jinis bhalo laglo dekhe je apni ekpese non. Etai darkar.
ReplyDeleteHridayer kobita. thanks