Tuesday, August 7, 2007

"বন্ ধ" এর রাজনীতি Politics of "Bandhs"

To read and write in Bengali, please download FREE Fonts and FREE Keaboard Software by clicking the links given under "You must visit" and Set your Browser Encoding to Unicode (UTF-8 ). Thank you.

"বন্ ধ" এর রাজনীতি
ভারতের মত গণতন্ত্রে "বন্ ধ" মানুষের হাতে একটি হাতিয়ার নিজের ক্ষোভ ও প্রতিবাদ জানানোর, শাসকের বিরুদ্ধে অথবা কোনো অশুভ শক্তির বিরুদ্ধে । বলাবাহুল্য, এই হাতিয়ার বিরোধীদের ব্যবহার করার কথা । তবে কোনো অশুভ বা বহির্র্শক্তির বা কোনো মর্মান্তিক অঘটন বা মানবতা বিরোধী কার্যকলাপ ইত্যাদির বিরুদ্ধের শাসক দলও বন্ ধ ডাকতে পারে, যদিও বিষয়টি তর্ক সাপেক্ষ । কিন্তু বিগত ৩০ বছর ধরে আমরা দেখে আসছি যে প্রতি বছর নিয়ম করে পশ্চিম বঙ্গের শাসক দল, সরকারী বা তাঁদের শ্রমিক সংঘটনের বকলমে বন্ ধ ডোকে আসছেন । গুজরাটের মোদী সরকার বা কেন্দ্রে বিজেপি সরকার ইত্যাদির বিরুদ্ধে বন্ ধ মেনে নেওয়া যায় । কিন্তু অসংঘটিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য ডাকা, ৮ই অগাস্ট ২০০৭ এ CITU র ডাকা বন্ ধ টি নিয়ে মনে প্রশ্ন জাগে । এটিও নাকি কেন্দ্রীয় সরকারের নীতির বিরূদ্ধে ! আমাদের প্রশ্ন এই যে পশ্চিম বঙ্গে ৩০ বছর যে শাসক, তাঁর তো শ্রমিকদের সমস্যার প্রতিকার করা উচিত ছিল, বন্ ধ না ডেকে । আর কেন্দ্রীয় সরকার দাঁড়িয়ে আছে এখানকার শাসক দলের সমর্থনের জোরেই । এই সরকারের সমস্ত অপকর্মের "মাছ" বর্তমান কেন্দ্রীয় সরকারের "শাক" দিয়েই প্রায় ঢাকা পড়ে যাচ্ছে (নন্দীগ্রামে CBI তদন্ত বন্ধ করার নেপথ্যে কে ছিল!)। তাই বলতে দ্বিধা নেই যে, আসলে বর্তমানে যে পশ্চিমবঙ্গের শাসক, সে ই ভারতবর্ষের কেন্দ্রীয় শাসকও বটে ! ফলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বন্ ধ ডাকা আসলে নিজের বিরূদ্ধেই বন্ ধ ডাকা নয় কি ?!

Politics of "Bandhs"
In a democratic country like India, Bandh(Total Clousure) is a tool in the hands of the citizen to voice their protest against either the rulers or against any notorious or unholy power . It is but natural that this tool (Bandh) in general is used by the opposition parties against the ruling party. However even the ruling party may call a Bandh, as a protest against some foreign or sinister power or against some very notorious human tragedies. This itself is debatable. But for the last 30 years we have seen the ruling party in West Bengal calling yearly Bandhs as if it were a part of their routine ! We can understand a Bandh called against the Modi Govt in Gujarat or the BJP Govt at the Center. But the Bandh called on 8th August 2007 for the Un organised working class by CITU(the worker's union of the ruling party of West Bengal) raises some questions. It seems that this Bandh is also directed against the policies of Central Govt of India!
Firstly we humbly ask -- Why the West Bengal Govt, being in power for 30 years, did not attend to the probems of the unorganised sector working class, instead of calling a Bandh ?
Secondly this Central govt is wholely supported by the ruling parties of West Bengal! All the misdeeds of the West Bengal govt is prompty covered up by the Central govt (who was behind calling off the CBI enquiry in Nandigram!). So in fact, the ruling parties of the state of West Bengal are also the de facto rulers of India(Central govt). So isn't this Bandh, called against the so called Central Govt really a Bandh called against themselves?!

Please give your COMMENTS

To read and write in Bengali, please download FREE Fonts and FREE Keaboard Software by clicking the links given under "You must visit" and Set your Browser Encoding to Unicode (UTF-8 ). Thank you.

No comments:

Post a Comment