Thursday, August 9, 2007

তসলিমা নাসরিন Taslima Nasrin

To read and write in Bengali, please download FREE Fonts and FREE Keaboard Software by clicking the links given under "You must visit" and Set your Browser Encoding to Unicode (UTF-8 ). Thank you.

আমরা অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদে লেখিকা তসলিমা নাসরিনের উপর এম-আই-এম দলের বিধায়ক ও সমর্থক দ্বারা, একটি প্রেস কনফারেনস এ, আক্রমণ করার ঘটনার তীব্র প্রতিবাদ করছি ।
তসলিমা নাসরিনের লেখা কারও পছন্দ হতে পারে, না ও হতে পারে । কিন্তু ভারতের মাটিতে দাঁড়িয়ে তাঁর নিজের মতামত ব্যক্ত করার অধিকার আছে । আবার, যাঁরা তার কথা পছন্দ করছেন না তাঁদেরও অধিকার রয়েছে প্রতিবাদ করার । কিন্তু এভাবে সাংবাদিক সম্মেলনে তাঁর উপর আক্রমণ, কোনো সভ্য দেশে, কোনো লেখকের বিরুদ্ধে প্রতিবাদ করার উপায় হতে পারে না । এখানে বলা ভাল যে একাধিক বার তিনি বলেছেন যে হজরত মহম্মদকে অবমাননা তিনি করেন নি । আর একজন নারীর প্রতি এ রকম আচরণ ইসলাম ধর্ম কখনও সমর্থন করে না

We protest against the attack on writer Taslima Nasrin at a press conference in Hyderabad in Andhra Pradesh by MIM party MLAs and supporters on 9th August 2007

We may like or dislike what Taslima Nasrin writes. But she has the right to speak standing on Indian soil. Again, those who do not like her writtings also have a right to protest against what she says. But attacking her can not be the way of such protests. It is worth mentioning here that Taslima Nasrin has always said that she has never disrespected Prophet Mohammed. Also Islam religion never supports such attack on women.
while she was forcibly kept under house arrest in some unknown location in New Delhi in the garb of protecting her !

Put down your protest as COMMENTS

To read and write in Bengali, please download FREE Fonts and FREE Keaboard Software by clicking the links given under "You must visit" and Set your Browser Encoding to Unicode (UTF-8 ). Thank you.

9 comments:

  1. তসলিমা নাসরিনের প্রতি তথাকথিত জনগণের প্রতিনিধিদের ও তাদের সমর্থকদের মত ব্যক্ত করার খোদ জায়গায় এ রকম ধরণের অমাণবিক আক্রমণের তীব্র প্রতিবাদি জানাচ্ছি আর সেই সঙ্গে আশা করছি যে অপরাধকারীরা তুলনামূলক সাজা পাবে । তবে আমাদের দেশের গণতান্ত্রিক কাঠামো ও তার শাসনপ্রণালী ও নিয়মকানুন সম্বন্ধে এত সংশয় যে শুধু একটু ঢেউ ওঠা ছাড়া আর কিছু হবে বলে ভরসা করতেও পারছি না ।

    ReplyDelete
  2. I thoroughly agree with your views. This is no way a person should be treated in a democracy — more so a woman. All religions demand that a woman should be respected. I condemn her mis-treatment by a few religious zealots.

    ReplyDelete
  3. Three news items on this barbaric attack on Taslima Nasreen :
    1. All political parties whether state or central are condemning both the attackers as well as the writer. As if the attack can be somehow condoned because of their ill feeling about Taslima Nasreen.
    2. Andhra Prodesh Government is apparently diluting the case and the punishment of the attackers may be a far cry. The attackers are all released on bail even yesterday.
    3. The chief of the Hyderabad police, a sikh-I do not remember the name , gave a statement that the police had done what best they could do about the attackers. They were arrested and made to appear before the court and court released them . The police chief categorically said the police can only do what is lawful and cannot take any action beyond the law.
    While I have little regards for our political parties and the system of governance that we have according to our constitution, I wish to raise the following questions about the third point only.
    1. I was under the impression police were the keepers of law as well as order. They arrested these attackers . This proves they must have done somthing to geopardise law and order. The police would have done the same thing to some other attackers in some other crime also. Would they not have presented those attackers to the court with their explanation why they arrested those men and made sure for their proper punishment by the court. Would they have just presented them to court for the court to release them and then, say they had done their best and could not take any action above law. What really law tells of such circumstances?
    2. Does the duty of police finish after arresting and presenting the guilty to the court?
    3. If the above is true who should take the credit of keeping the law and order. The court or the police. In case of court, they act through the police only. If the court is above police, why police is not under court?
    4. Are these attackers, even if MLAs', really law makers? Is it not proved they took the law in their hand which means they broke the law? They must be punished , for their crime and more so , because they were supposed to be law-makers not law-breakers, whether by police or by judiciery . Why such argument that police is below court?
    5. How the same parties and their followrs are still shouting for more attacks on Taslima Nasreen ? In fact one party said she should have been killed during those 13 minutes. No one seems to be afraid even now after that surprise attack yesterday to take the law in their hand any time they feel like.

    ReplyDelete
  4. So Mr Pranab Mukherjee, the Foreign Minister has finally said that the left will not witdraw support to Congress led UPA govt at the center, even if the PM has told the left to go for a walk over the 123 Agreement with US, because the sole pursose of forming this govt was to keep the Communal BJP out of power. That sounds very reasonable!
    Only their partners MIM(who have threatened and attempted to harm or kill Taslima Nasrin, we dont know for sure which!) are not communal, Sivsena was dam good when they supported UPA candidate for presidency and to top it all up the Left and progressisive forces in West Bengal inviting Shahi Imam to fish in the muddy waters of Nandigram!
    So much for Anti Communalism actions in India.

    ReplyDelete
  5. You repeated the facts clearly. However , your inference from these facts still glorify these people. They are not bothered whether these are communal or against national interest . They, each from each party , are only interested in their selfish goal.

    ReplyDelete
  6. A few days back Imam Barkati of the Tipu Sultan's Mosque in Kolkata has issued a Fatwa against Taslima Nasrin! He said that he will suitably reward any one who kills Taslima Nasrin. But he was very considerate in giving 1 month time to the Govts of West Bengal and India for ensuring that Taslima is forced to leave the country!
    The govt of India's spokesperson has clarified that in India such Fatwas has no legal bindings and hence Indians are legally not bound by such Fatwas.
    But the crux of the matter is that that should any one in India have the right to order anyone to kill some one? Why the govts are not taking firm steps to stop this sort of "a form of Supari Killings(Contract Killings)".
    Any one having any problem must go to the court and restrain Taslima Nasrin according to the law of the land. A lot of people do not like what she writes. So why not go to the court?
    If Govts of the State or the Center do not restrain people like Imam Barkati, then we must ask ourselves whether we have any law in our country at all or not! Or are some people above the Law?

    ReplyDelete
  7. You have yourself answered the question. If I issue a threat to kill you and if you are frightened as well as threatened, you go to police and the court to ask for protection and required order so that I behave properly or otherwise law will force me to act according to law where I cannot take the law of deciding to kill you in my hand. But if I have sufficeient force under my command to act against the police, sufficient clout in the administration to cameofledge my action and creating imaginery unlawful actions of yours proving you to be guilty under the law , you will be killed and I shall roam scot free. In case I have the strength to decide a large chunk of the votes, this sort of force and strength will automatically come to me and will actually be strengthened further by the administration for their selfish goal.
    This is the fact. The period of questioning is over. Either we take action against this system or we submit and adjust.

    ReplyDelete
  8. *

    লেখিকা তসলিমা নাসরিন কে এ দেশ থেকে বিতাড়িত করার জন্য প্রখ্যাত আইনজীবী ইদ্রিস আলীর নেতৃত্বে ইন্ডিয়ান মাইনরিটি ফোরামের ২১শে নভেম্বর ২০০৭ তারিখে ডাকা একটি অবরোধ কর্মসূচি তাঁদের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে পার্ক সার্কাস, মল্লিক বাজার, রিপন স্ট্রীট,তপসিয়া এলাকায় দক্ষযজ্ঞ বেঁধে যায় | সারা দিন সেই এলাকা দুষ্কৃতিদের আয়ত্বে ছিল | স্কুলবাস, এম্বুলেন্স সহ বহু যানবাহন ভাংচুর এবং জ্বালিয়ে দেওয়া হয় | পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে চার ঘন্টার মধ্যেই সেনাবাহিনী নামানো হয় | রাতে কার্ফ্যু জারি করা হয় | অতি চুপিসারে পরদিনই তসলিমাকে রাজস্থানে নিয়ে যাওয়া হয় | খবরে প্রকাশ যে অন্য কোনো রাজ্যই নাকি তাঁকে আশ্রয় দিতে রাজি হচ্ছে না |
    কলকাতা তো প্রথমেই হাত তুলে দিয়েছে, মৌলবাদের কাছে! সেই কলকাতা, যে ওয়াটার ছবির শুটিং কলকাতায় শেষ করার কথা বলেছিল! সেই কলকাতা, যে গুজরাট দাঙ্গা-পিড়িতদের তার কোলে আশ্রয় দিয়েছিল!

    নন্দীগ্রামের গণহত্যার পরে নতুন সূর্যোদয়-এর থেকে মানুষের দৃষ্টি ঘোরাতে এবং ভোটব্যাঙ্কের রাজনীতির জন্যই কি এই চতুর কৌশল? এই ঘটনা মেনে নেওয়া যায় না | ভারতের মত একটি ধর্ম-নিরপেক্ষ দেশের, আইন-আদালতের উপর
    আস্থা না রাখার এমন প্রবণতা ঘোর বিপদের সংকেত বহন করে আনছে |

    তসলিমার লেখার সঙ্গে অনেক ক্ষেত্রেই দুষ্ট কবি সহমত পোষণ করেন না | বিশেষ করে নবী কে নিয়ে যে সব কথা তসলিমা লিখেছেন তাও আমাদের অনুচিত বলে মনে হয়েছে | আমাদের মনে হয়েছে যে পুরো ব্যাপারটাই শাসক দলের পরিকল্পনা মাফিক করা হয়েছে | যেন মৌলবাদীদের সাথে এমন একটা আঁতাত হয়েছিল যে তারা যদি এই পর্যায় তাদের আন্দোলনকে নিয়ে যেতে পারে, তাহলে তসলিমাকে বার করে দেবার বাকি কাজটা শাসক দলের পক্ষে করতে সুবিধে হবে!
    হলোও তাই! আজ যদি খান দশেক বাস-গাড়ি জ্বালালে তসলিমাকে দেশ ছাড়তে হয় তাহলে কাল, ঠিক এই কাজটি করলেই, যাকে ইচ্ছা তাকে, দেশ-ছাড়া করে দেওয়া, মৌলবাদীদের (মনে রাখতে হবে যে মৌলবাদী সব ধর্মেই রয়েছে!)পক্ষে জলভাত হয়ে দাঁড়াবে |

    এই বিষয়ে দুষ্ট কবির একটি কবিতা পড়তে এখানে ক্লিক করুন

    ReplyDelete
  9. লেখিকা তসলিমা নাসরিন কে এ দেশ থেকে বিতাড়িত করার জন্য ২১শে নভেম্বর ২০০৭ তারিখে পশ্চিমবঙ্গ সরকার এবং মৌলবাদীদের আঁতাতের ফলে একটি আপাত-দাঙ্গার সৃষ্টি করা হয় পার্ক সার্কাস অঞ্চলে | মাত্র চার ঘন্টার ঢিল ছোঁড়াছুঁড়ি ও ডজন খানেক যানবাহন জ্বালিয়ে দেবার পর সেনা তলব করা হয়! যেখানে নন্দীগ্রামে ১১ মাস তথাকথিত আইনের শাসন না থাকলেও সেনা তলব করার কথা না ভেবে সরকার শাসকদলের ক্যাডার তলব ক'রে মূখ্যমন্ত্রীর ভাষায় "...paid back their own coin..." করেছিলেন!

    ক'দিন আগে একটি টিভি চ্যানেলের কাছে তসলিমা জানিয়েছিলেন যে কেন্দ্রীয় সরকারের দ্বারা তিনি কার্যত গৃহবন্দী | তাঁকে সুরক্ষা দেওয়ার নামে মৌলবাদীদের দিকের ঝোল টেনে তাঁকেই গৃহবন্দী করে রেখে শাসানি দেওয়া যে হয় এইভাবেই থাকো নয়তো দেশ ছেড়ে চলে যাও | এটা মেনে নেওয়া যায় না |

    এর প্রতিবাদে এবং অবিলম্বে তসলিমাকে কলকাতায় ফেরানো এবং তাঁর ভিসার মেয়াদ বাড়ানোর দাবীতে, ২২শে ডিসেমবর কলকাতার একাদেমি অফ ফাইন আর্টস থেকে শিল্পী-সাহিত্যিক এবং সাধারণ মানুষ একটি মৌন মিছিল করেন ধর্মতলার নন্দীগ্রাম মঞ্চ পর্যন্ত |

    এই বিষয়ে দুষ্ট কবির আরও একটি কবিতা পড়তে এখানে ক্লিক করুন

    ReplyDelete