Tuesday, September 4, 2007

নেতাজী Netaji

To read and write in Bengali, please download FREE Fonts and FREE Keaboard Software by clicking the links given under "You must visit" and Set your Browser Encoding to Unicode (UTF-8 ). Thank you.


নেতাজী

নেতাজী সুভাষচন্দ্র বসু প্রকৃত অর্থে অমর । নেতা হিসেবে শৌর্যে-বীর্যে ভারতবাসীর কাছে তাঁর এক বিশেষ স্থান আছে । তিনিই গান্ধীজীকে Father of the Nation বলে প্রথম সম্বোধন করেন । গান্ধীজীর সাথে তাঁর মতাদর্শের ব্যাবধান সত্বেও তিনি স্পষ্ট করে দিয়েছিলেন যে আজাদ হিন্দ ফৌজ দিল্লী জয়ের পর জাতীয় কংগ্রেসের নেতৃত্বের হাতেই ভবিষ্যতে ভারতের ক্ষমতা অর্পণ করবেন । পাকিস্তানের জনক কৈদ-এ-আজম্ মহম্মদ আলী জিন্না নেতাজীকেই বিশ্বাস করতেন ।


ধর্মের ভিত্তিতে দেশভাগের ফলে ভারতের দুই বৃহত্তম সম্প্রদায়ের, হিন্দু ও মুসলমান, মধ্যে যে অবিশ্বাস ও বৈরিতার সূচনা হয়ে গেছে তা আজও আমরা দূর করতে পারিনি । মাঝে মাঝেই নানান জায়গায় দাঙ্গা-হাঙ্গামার মধ্য দিয়ে তা প্রকাশ পায় । ভারতে যে সময় হিন্দু-মুসলমানের বিভেদ তুঙ্গে উঠে দেশভাগ আসন্ন, ঠিক সে সময়ে আজাদ হিন্দ বাহিনীতে টিকিধারী হিন্দু, অন্য সব বর্ণ-জাতি-ধর্মের সৈনিকদের পাশাপাশশি বসে আহার করার ছবি দেখতে পাই । তাই একথা জোর দিয়ে বলা যায় যে স্বাধীনতার মুহুর্তে নেতাজী যদি উপস্থিত থাকতে পারতেন তাহলে ভারতের ইতিহাস অন্যভাবে লেখা হোতো এ বিষয় কোন সন্দেহ নেই । দেশভাগ এড়ানোও হয়তো সম্ভব হোতো


ভারতের দুর্ভাগ্য এই যে ভারতের স্বাধীনতা সংগ্রামের দুই বীর সৈনিকের কোনো মৃত্যু দিবস আমাদের জানা নেই । প্রথম জন ছিলেন ১৮৫৭ সালের ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামের নায়ক নানা সাহেব । সেই যুদ্ধের পর ইংরেজরা তাঁর কোনো হদিস পান নি । বহুদিন ধরে মানুষ অপেক্ষা করে ছিলেন কবে তিনি ফিরে আসবেন । অনেকের মতে তিনি নাকি নেপালে চলে যেতে সমর্থ হয়েছিলেন ।
অন্য জন নেতাজী । যাঁর অন্তর্ধ্যান কে ঘিরে রহস্যের সমাধান আজও আমরা করে উঠতে পারি নি ।
অনেক সন্দেহ, অনেক চাপানো উতর, অনেক জল ঘোলা হবার পরেও এই বীরের শেষটা এখনও রহস্যাবৃত । ভারত সরকারের একাংশ মনে হয় যেন চান - এই রহস্য এমনই থাকুক!

আপনাদের এ বিষয়ে কি মতামত তা এই পাতায় COMMENT করে লিখে যান ।

নেতাজী অন্তর্ধান রহস্যের সমাধান কল্পে গঠিত মহামান্য বিচারপতি মুখার্জী কমিশনের রিপোর্ট বার হবার পর ভারতের তথা বাংলার নানা রাজনৈতিক ব্যক্তি ও দলের প্রতিক্রিয়া নিয়ে মিলন সেনগুপ্তের একটি লেখা পড়তে এখানে ক্লিক করুন

এই বিষয়ে অন্য সাইটে অন্যান্য লেখকের লেখা পড়তে এখানে ক্লিক করুন


আজাদ হিন্দ সেনাদের খেতে বসার ছবিটি শ্যামল বসুর লেখা বিখ্যাত বই সুভাষ ঘরে ফেরে নাই থেকে নেওয়া হয়েছে । নেতাজীর মুর্তিটি - মিলনের ভাস্কর্য

Netaji

Netaji Subhas Chandra Bose is truely Immortal. His bravery and leadership during our freedom struggle has given him a special place in the hearts of Indians. It was he who called Gandhiji as "The father of the nation". Even with his differences of opinion with Gandhiji, he had declared that the Azad Hind Fauj would hand over the power to the leadership of Congress in Delhi after reaching there. The father of Pakistan, Qaid-e aazm Mr Mohammed Ali Jinnah used to trust him more than any one else in the Congress.

The rift between the two main communities, namely Hindus and Muslims, which was caused due to the leaders playing in to hands of the British with their "divide and rule policy" leading to the partition of India, is yet to be bridged. Very often it flares up in the form of riots. When this animosity was at its height during the years prior to the partion of the country, we have seen photos of caste Hindu soldiers eating meals with soldiers of other castes and religions in the Azad Hind Fauj, which had soldiers from all religions and castes.

We strongly feel that had Netaji been in India during that time, India's history would have been different. Pehaps we could have avoided the Partition itself.

It is our mis-fortune that we do not know the dates of demise of two of our great leaders of freedom struggle. First is Nana Saheb, the hero of the first war of India's independence in 1857(celebration of its 150th year is in progress). The British never found out about him after the war. His followers waited for him to come back for a very very long time. Many believed that he had gone over to Nepal.
The other leader is Netaji. We still have not been able to dispel the mistery of his diappearance in 1945. It appears that some in central govt. do not want the truth to come out.

Please give your COMMENTS on this page on this issue.

Click here to read an article by Milan Sengupta on the reactions of various persons and parties to the out come of the Honourable Justice Mukherjee Commission, which was set up to investigate the death of Netaji.

Click here to read about this topic on other sites.

Sign a petition on line to the Prime Minister to take up the matter with the Russian President so that they hand over all doccumnts relating to Netaji to the Honourable Justice Mukherjee Commission.


The photo of Azad Hind Fauj soldiers having meals has been taken from the famous Bengali book "Subhas Ghorey fere nai"(Subhas hasn't returned home) by Shyamal Bose. The portrait of Netaji - Milan's Sculpture.

To read and write in Bengali, please download FREE Fonts and FREE Keaboard Software by clicking the links given under "You must visit" and Set your Browser Encoding to Unicode (UTF-8 ). Thank you.

4 comments:

  1. আমাদের জাতীয় চরিত্রের অবক্ষয় শুরু হয়েছিল বোধহয় স্বাধীনতার কিছুদিন আগে থেকে । তাই স্বাধীনতার ঠিক পরে পরেও আমরা নেতাজী , গান্ধীজীর মত নেতা পাই নি । যদি পেতাম তাহলে জাতীয় অবক্ষয় তো হোতোই না - আজ যার প্রায় কিছুই অবশিষ্ট নেই - হয়তো সারা পৃথিবীতে আজ আমাদের এই জাতীয়তা ও দেশপ্রেম আমাদের দেশকে উন্নতির উচ্চতম শিখরে নিয়ে যেত । শুধু বৃহত্তম গণতন্ত্র নয়,তার সাথে সাথে আমাদের এই জাতীয়তা ও দেশপ্রেম অন্য দেশের কাছে দৃষ্টান্তমূলক হত ও তাদের ঈর্ষার উদ্রেক করত । যাই হোক এ সবের কিছুই হয় নি কেননা নেতাজী গান্ধীজীর মতো নেতা আমরা স্বাধীনতার পরে পাইনি ।
    আমি খুব দুঃখের সঙ্গে এখানে জানাচ্ছে যে সেই অবক্ষয় আজ এ পর্যায়ে এসে পৌঁছেছে যে মিলনসাগরে নেতাজী সম্পর্কিত ৩রা সেপ্টেম্বরে প্রকাশিত বিষয়ের এখনো অবধি কোন মতামত পাওয়া যায় নি । বুদ্ধিজীবীরা যদি নেতাজী ও তার আদর্শ সম্বন্ধেই কিছু বক্তব্য না রাখে তবে তা কি আমাদের জাতীয়তা ও দেশপ্রেমের মৃত্যু হয়েছে বলে ধরা হবে না ।
    নেতাজীর অন্তর্ধান রহস্য নিয়েই বক্তব্য রাখতে হবে এমন কোন কথা নেই , তাঁর সম্বন্ধে যে কোন আলোচনাই জাতীয়তা ও দেশপ্রেমের উন্মেষ ঘটায় ।
    সর্বান্তকরণে সবাইকে আহ্বান করি সবার বক্তব্য পেশ করার জন্য । আর কিছু না করতে পারি অন্ততঃ এভাবেই তো নেতাজীকে প্রণাম জানাতে পারি ।

    ReplyDelete
  2. কম্প্যুটার খারাপ হয়ে যাওয়ার জন্য বেশ কিছুদিন আপনাদের সাথে কোন যোগাযোগ ছিল না । আজ আবার যোগাযোগ করতে পেরে খুশি হয়েছিলাম । কিন্তু নেতাজী সম্বন্ধে অন্য কেউ এখনও অবধি কিছু না লেখায় আবার দুঃখিত হয়ে পড়লাম । আপনাদের কারুরই কি কিছু বক্তব্য নেই ?

    ReplyDelete
  3. আমাদের দেশের এই সব পণ্ডিতমন্য নেতাজী বিরোধী নেতাদের সম্বন্ধে কিছু বলে সময় নষ্ট করার সত্যিই কোন প্রয়োজন আছে? এদেরকে শুয়োরের বাচ্চাও বলা যাবে না, কারণ তাতে শুয়োরেরা অপমানিত হয়ে সংগঠিত প্রতিবাদ জানাতে পারে |

    ReplyDelete
  4. আমাদের দেশের এই সব পণ্ডিতমন্য নেতাজী বিরোধী নেতাদের সম্বন্ধে কিছু বলে সময় নষ্ট করার সত্যিই কোন প্রয়োজন আছে? এদেরকে শুয়োরের বাচ্চাও বলা যাবে না, কারণ তাতে শুয়োরেরা অপমানিত হয়ে সংগঠিত প্রতিবাদ জানাতে পারে |

    ReplyDelete