সিঙ্গুর ও নন্দীগ্রামের কে কোথায় দাঁড়িয়ে
To read and write in Bengali, please download FREE Fonts and FREE Keaboard Software by clicking the links given under "You must visit" and Set your Browser Encoding to Unicode (UTF-8 ). Thank you.
.
.
সিঙ্গুর ও নন্দীগ্রামের আন্দোলনকে কেন্দ্র করে নানান নেতা বা ব্যক্তিত্বের অবস্থান কে দুষ্ট কবির চোখে কেমন লেগেছে, তা তার কবিতা "নন্দীগ্রামের কে কোথায় দাঁড়িয়ে" এবং "সিঙ্গুরে কে কোথায় দাঁড়িয়ে" তে লিখে যাচ্ছেন । তার থেকে এখানে কিছু অংশ তুলে দেওয়া হল । আরও অনেক চরিত্র ও পদ রয়েছে এই পদাবলীটিতে ! আপনি এর সাথে এক মত হতে বা নাও হতে পারেন । তাই আপনার মতামত এখানে জানিয়ে রেখে যান, সে যে দিকেই ঝোল টানুন না কেন! মনে রাখতে হবে যে রাজনীতিতে আজ যিনি ভক্ষক কাল তিনি রক্ষক হতেই পারেন । অত্যাচারী রাজকুমার অশোক পরে মহান সম্রাট অশোক হয়েছিলেন । এর উলটোটাও তো দেখাই যাচ্ছে !
সম্পূর্ণ "নন্দীগ্রামের কে কোথায় দাঁড়িয়ে" কবিতাটি পড়তে এখানে ক্লিক করুন
.
গান্ধী গোপাল কৃষ্ণ ----------------তুলে নানান প্রশ্ন
সম্পূর্ণ "নন্দীগ্রামের কে কোথায় দাঁড়িয়ে" কবিতাটি পড়তে এখানে ক্লিক করুন
.
গান্ধী গোপাল কৃষ্ণ ----------------তুলে নানান প্রশ্ন
চোখে আঙ্গুল দিয়ে দেখান ।
খুনী বুদ্ধর চালে------------------অথবা তার ছলে
খুনী বুদ্ধর চালে------------------অথবা তার ছলে
না ভুলে আর্তের পাশে দাঁড়ান ...
.
বুদ্ধদেব ভট্টাচার্য -------------তাহার কথন এবং কার্য
এই দুইয়ে মিল পাবে না কেহ ।
জমি নেবার নোটিস দিলেন ------পরে তা ছিঁড়তে বললেন
মাঝে শুধু সাতটা মরদেহ ...
বুদ্ধদেব ভট্টাচার্য -------------তাহার কথন এবং কার্য
এই দুইয়ে মিল পাবে না কেহ ।
জমি নেবার নোটিস দিলেন ------পরে তা ছিঁড়তে বললেন
মাঝে শুধু সাতটা মরদেহ ...
.
মমতা বন্দ্যোপাধ্যায় -----------মানুষ কেন তাঁকে চায়
সর্বহারার নেতারা ভেবে পান না ...
মমতা বন্দ্যোপাধ্যায় -----------মানুষ কেন তাঁকে চায়
সর্বহারার নেতারা ভেবে পান না ...
.
মাননীয় মানস ভুঁইয়া -------বুঝি আজ তিনি দিশা খুইয়া
কি যে করেন তাহা কে বা জানে
কংগ্রেসের যা দুরবস্থা ------'চিত্কার' ছাড়া নাইকো রাস্তা
তাঁদের ...
মাননীয় মানস ভুঁইয়া -------বুঝি আজ তিনি দিশা খুইয়া
কি যে করেন তাহা কে বা জানে
কংগ্রেসের যা দুরবস্থা ------'চিত্কার' ছাড়া নাইকো রাস্তা
তাঁদের ...
.
প্রিয়রঞ্জন দাশমুন্সী ----------এখনো তিনি বাজান বংশী
সাইড লাইনের বাইরে দাঁড়াইয়া ...
প্রিয়রঞ্জন দাশমুন্সী ----------এখনো তিনি বাজান বংশী
সাইড লাইনের বাইরে দাঁড়াইয়া ...
.
রাজপাটচ্যুত জ্যোতি বাবু -------অবসরে আজ, কিন্তু তবু
কমিউনিস্টরা রাজনীতি ছেড়ে যান না ।
বামফ্রন্টে ক্যাচাল হলে ------অথবা পড়লে বিশ বাঁও জলে
তাঁকে ছাড়া এখনো ভাবা যায় না ...
রাজপাটচ্যুত জ্যোতি বাবু -------অবসরে আজ, কিন্তু তবু
কমিউনিস্টরা রাজনীতি ছেড়ে যান না ।
বামফ্রন্টে ক্যাচাল হলে ------অথবা পড়লে বিশ বাঁও জলে
তাঁকে ছাড়া এখনো ভাবা যায় না ...
.
সমীর পূততুণ্ড নেতা --------- পি-ডি-এস এর প্রতিষ্ঠাতা
বাম মহল কাঁপিয়েছিলেন একদা ।
চাষির জমি লুঠছে দেখে -------তাঁদের পাশে দাঁড়ান রুখে
জমি বাঁচাও কমিটির সহনেতা...
.
শাহি ইমাম বুখারি ------------------কহিলেন পুকারি
গণহত্যার তিন মাস পরে ।
শান্তি ফিরে আয়েগা -------------তাই নন্দীগ্রামে যায়েগা
বৈঠক সেরে বুদ্ধবাবুর ঘরে ...
.
.
.
.
মনমোহন সিং, প্রধাণ মন্ত্রী ----------অর্থনীতির মহান যন্ত্রী
সবাই পুলকিত তাহা ভাবি ।
তাঁহার মুখে একই বাণী -----------সেনসেক্স এর জয়ধ্বনি
যেন উহাই দেশের এক মাত্র ছবি ...
.
সিদ্দিকুল্লাহ চৌধুরী ------------------দাঁড়াইয়াছেন ঘুরি
আজ কৃষকের জমি বাঁচাইতে ।
জমিয়তে তিনি নেতা --------------- আন্দোলনের হোতা
নন্দীগ্রামের উচ্ছেদ ঠেকাইতে ...
.
রামকৃষ্ণ মিশন ------------------পরনে গেরুয়া বসন
মানুষের সেবায় তাঁরা ব্রতী ।
চিরকাল সেই ব্রতে ------------------কন্যাকুমারী হতে
কাশ্মির তক্ ছড়িয়ে তাঁদের খ্যাতি ...
.
দুষ্ট কবি মিলন বলে ----------আমার কাব্য এখন পড়লে
ভাববে কবি, 'দিদির' মহা ভক্ত ।
সত্য আমি ভক্ত এখন ---------তাঁহার, যাহার কার্য-কথন
দুস্থ, আর্তজনের অনুরক্ত ...
.
এবং আরও অনেক চরিত্র ........................................
.
..
To read and write in Bengali, please download FREE Fonts and FREE Keaboard Software by clicking the links given under "You must visit" and Set your Browser Encoding to Unicode (UTF-8 ). Thank you.
নন্দীগ্রামের ও সিঙ্গুরের কে কোথায় দাঁড়িয়ে এই দুটি কবিতায় দুষ্ট কবি যাঁদের কথা লিখেছেন তাঁরা কেউই দাঁড়িয়ে থাকেন না , সব সময়েই তাঁরা চলমান । আর কখন চললেও মাটির উপর দিয়ে পা ফেলে তাঁদের চলতে হয় না । বেশীর ভাগ সময়ে অন্যদের মাড়িয়ে তাঁরা উড়ে চলেন । যদি নন্দীগ্রাম ও সিঙ্গুরের এবং সারা পশ্চিমবঙ্গের কিছু সাধারণ মানুষ সংগ্রামের আগে ও পরে কি ভাবে দাঁড়িয়ে ছিলেন ও এখন আছেন , যাঁদের কিছু কিছু বিক্ষিপ্ত বিবরণ ও ছবি আমরা টিভিতে দেখেছি , আরো একটু বিশদভাবে জানা যেত তবে হয়ত পুরো ব্যাপারটা আরও পরিস্কার হত ।
ReplyDeleteআমার মনে হয় আমরা মানে পশ্চিমবঙ্গের, বা আরও একটু ব্যাপক করে ভারতের,আম জনতা কোনদিনই মাটির উপর শক্তভাবে দাঁড়িয়ে নেই । স্বাধীনতার পর থেকেই আমরা আস্তে আস্তে মাটির তলায় ঢুকে যাচ্ছি । পায়ের তলার মাটি এখন এতটাই সরে গেছে যে মাঝেমাঝে আমাদের কাউকে কাউকে, যারা বেশী ঢুকেছে বা অন্যদের ঢোকায় বাধা সৃষ্টি করছে , পাশের মাটি তুলে কবর দিতে হচ্ছে । কবরস্থানের মাটি আবার খুব ঊর্বরা -শিল্পের জন্য। তাই পায়ের তলায় যাদের মাটি অনেক সরে গেছে তাদের আর না বাঁচিয়ে, কবর দিয়ে সেখানে ঊর্বরা শিল্প করা হয়ত গোপন সিদ্ধান্ত।
Urbor Mostiska theke Urbor Shilpo ?!
ReplyDeleteকিন্তু এটা তো ঠিকই বিদেশী ঊর্বরা মস্তিষ্কের ঊর্বরা শিল্পই আমাদের কৃষি জমির ঊর্বরতাকে কমাচ্ছে ।
ReplyDeleteদুষ্ট কবির ধৃষ্ট কবিতা!
ReplyDeleteরাজা যাদের পালন করেন, তারাই হল শিষ্ট!
রাজা যাদের দমন করেন, তারাই কিন্তু দুষ্ট!
সিঙুর গ্রামের বিদ্রোহে আজ, রাজা বেজায় রুষ্ট!
শান্ত শিষ্ট প্রজাও এখন, রাজার চোখে দুষ্ট!
শিষ্ট প্রজার দমন দেখে, পেয়ে মনে কষ্ট,
"দুষ্ট কবি মিলন" নামেই, থেকে আমি তুষ্ট!
দুষ্ট কবির কাব্যে হাসুক, বোদ্ধা মস্ত মস্ত!
সভা-কবি-কুল থাকুক, রাজার স্তবে ব্যস্ত!
যদি, ভাবীকালের বিচারে হই, আস্তাকুঁড়ে ন্যস্ত!
দুঃখ কেন করবো? বলি দুষ্ট কবি স্পষ্ট!
কালের ডাকের সাড়ায় লিখেই, হয়েছিলাম হৃষ্ট!
সকল মানুষ থাকুক স্বাধীন, থাকুক হৃষ্ট, পুষ্ট!
এত যখন বোঝ তখন কেন এ জিনিষ বোঝ না
ReplyDeleteরাজার কাজের সমালোচনা করা কভু যায় না ।
তাঁর অনুযায়ী শিষ্টের পালন আর দুষ্টের দমন ,
করার জন্যই তিনি রাজা হিসাবে নির্বাচিত হন ।
রাজার শাসনে প্রতিবাদ সে তো রাজদ্রোহিতা
কিছু মরেছে সবাই মরেনি এ তাঁর গুণগ্রাহিতা ।
যখন রাজা করেছি আমরা ,আমাদেরই কাজ
গুঁড়োনো সিঙ্ঘাসন সমেত এ তাৎক্ষনিক রাজ ।
কিন্তু রাজার সাথে লড়তে গেলে চাই প্রচুর শক্তি
নিজেদের স্বার্থের মধ্যে ঐক্য,আর লক্ষ্য-সমষ্টি ।
ধৈর্য্য আমাদের ধরতে হবে এখন তাড়া করা নয়
বেড়াল মারতে চাইলে প্রথম রাতেই মারতে হয় ।
অনেক তথ্যই জানা ছিলনা - জানলাম। যাঁরা এই জমি সমস্যায় ভুগেছেন, এখনও ভুগছেন, তাঁদের প্রতি আমার সশ্রদ্ধ সহানুভূতি জানাই।
ReplyDeleteOvinandan .
DeleteMILAN BABU APNAR PH NO PAOYA JABE?
ReplyDelete