Sunday, July 29, 2007

খাম্মামে গণহত্যার প্রতিবাদ Khammam Massacre Protest

To read and write in Bengali, please download FREE Fonts and FREE Keaboard Software by clicking the links given under "You must visit" and Set your Browser Encoding to Unicode (UTF-8 ). Thank you.


আমরা অন্ধ্রপ্রদেশের খাম্মামের আন্দোলনরত চাষি ভাই বোনদের সাথে আমাদের সংহতি জ্ঞাপন করছি এবং অন্ধ্রপ্রদেশ সরকার দ্বারা খাম্মামে সাধারণ চাষীদের থেকে বলপূর্বক জমি অধিগ্রহণ ও তাঁদের উপর প্রশাসনিক নির্যাতন, হত্যা, ভীতি-প্রদর্শন এবং হেনস্থার তীব্র প্রতিবাদ করছি । আপনারাও আপনাদের প্রতিবাদ কমেন্ট করে লিপিবদ্ধ করে রেখে যান ।


We express our solidarity with the agitating farmers of Khammam in Andhra Pradesh and strongly Condemn the deaths by police firing, brutal atrocities on the farmers and their families and forcible grabbing of unwilling ordinary farmers' lands in Khammam by the Andhra Pradesh Government. We request you all to register your protest on this page by clicking on comments.


To read and write in Bengali, please download FREE Fonts and FREE Keaboard Software by clicking the links given under "You must visit" and Set your Browser Encoding to Unicode (UTF-8 ). Thank you.

5 comments:

  1. I strongly protest this and such earlier instance in Singur and Nandigram in our state as well as any such happenings in the past, present and future in other states.
    However, I have very little faith in the strength of this individual protest.

    ReplyDelete
  2. The people who died in Khammam were all CPIM party activists. Their cause was the same as those of the people who died in Nandigram. Kammam deaths occured due to Police firing. Nandigram killings were also by Police but CPIM hired goons were also there assisting the police as reportedly reported and shown in the media(what ever little they chould shoot!). AP CM immidiately ordered compensations to be paid to the affected. But the WB CM did not find it resonable to pay one paise to the victims in Nandigram. We do not know what instructions his govt has given to the concerned Hospitals that they have been repeatedly(even now) trying to harrass the Nandigram Injured. Even, they have tried to give incorrect or incomplete discharge certificates to these people so that their case is weakened in a court of law.
    তবে কি ধরেই নিতে হবে যে এই দেশে CPM না করলে কুকুরের মত গুলি খেয়েই মরতে হবে, কোনো রকম ক্ষতিপূরণ ছাড়াই!

    ReplyDelete
  3. ধরে নিতে এখন হবে কেন , অনেক দিন আগেই সবাই ধরে নিয়েছে এই দেশে নয়, এই প্রদেশে শান্তিতে থাকতে গেলে সিপিএমকে চটলে চলবে না । ওরা ভোটে জেতার কৌশল অনেক দিন আগেই রপ্ত করে ফেলেছে । তাই যা কিছু করার স্বাধীনতা আদায় করে নিয়েছে ।
    তবে এটা খালি এই প্রদেশে নয় , সব প্রদেশেই প্রযোজ্য । তফাৎ এখানে সিপিএম অনেক দিন রাজত্ত্ব করছে । আর অন্য প্রদেশে খালি পালা বদল হচ্ছে । তবে যেই আসুক চুটিয়ে রাজত্ত্ব করে যাচ্ছে ।
    রাজার সাথে লড়াই করে কি ক্ষতিপুরণ চাওয়া যায় না রাজা দেয় ।

    ReplyDelete
  4. Does milansagar condone deaths by Police firings provided they are well compensated!?

    ReplyDelete