স্কুল কলেজে মোবাইল ফোন Mobile phones in Educational Institutions !
To read and write in Bengali, please download FREE Fonts and FREE Keaboard Software by clicking the links given under "You must visit" and Set your Browser Encoding to Unicode (UTF-8 ). Thank you
স্কুল কলেজে মোবাইল ফোন অবিলম্বে নিষিদ্ধ করা হোক
Mobile phones must be banned from all Educational Institutions !
To read and write in Bengali, please download FREE Fonts and FREE Keaboard Software by clicking the links given under "You must visit" and Set your Browser Encoding to Unicode (UTF-8 ). Thank you
যুগের পরিবর্ত্তনে ও দ্রুত অবস্থার উন্নতিতে মানুষ আজ বাধ্যতামূলকভাবে দ্রুত জীবন কাটাচ্ছে , একান্নবর্ত্তী পরিবার উঠে যাচ্ছে , পরিবারের সদস্যসংখ্যা কমছে , একই পরিবারভুক্ত বিভিন্ন সদস্য বিভিন্ন জায়গায় থাকতে বাধ্য হচ্ছে । এ অবস্থায় নিজেদের সাথে নিজেদের নৈকট্য বজায় রাখার জন্য আধুনিক নানা উপকরণের প্রয়োজন নিশ্চিত । আর মোবাইল এরকমই একটা আদানপ্রদানের জন্য অবশ্যব্যবহার্য উপকরণ । এখন সন্তান সংখ্যা পরিবারে সীমিত । স্কুল, কলেজ অনেক সময়েই বেশ দূরে । তাই মা বাবা বা অন্য কারুর সাথে শিক্ষাথীর সব সময়েই যোগ থাকাটা খুবই প্রয়োজনীয় । আর মোবাইল সেই প্রয়োজন মেটায় । শিক্ষার্থীর সাথে পরিবারের বা পরিবারের সাথে শিক্ষার্থীর সংযোগের শিক্ষাক্ষেত্রে প্রয়োজন হতেই পারে । তাই মোবাইল থাকা সত্ত্বেও প্রয়োজনে যোগাযোগ করা যাবে না এটা বাঞ্ছনীয় নয় । যেটা দরকার সেটা বোঝা যে একজনের প্রয়োজন যেন অন্যদের অসুবিধা ও বিরক্তির কারণ না হয় । প্রয়োজন যেন খুব সীমিত রাখা হয় । অপ্রয়োজনে যেন শিক্ষাক্ষেত্রে মোবাইল ফোন ব্যবহার করা না হয়। ক্লাস চলাকালীন যেন মোবাইল ফোন বন্ধ রাখা হয় । খুব প্রয়োজনে মোবাইল ফোন চালু রাখতে গেলে যেন শিক্ষকের অনুমতি নিয়ে বাইরে গিয়ে চালু করা হয় । কলেজের সাবালক ছাত্রছাত্রীদের কাছ থেকে এ ধরণের সামাজিক আচরণ নিশ্চয় চাওয়া যেতে পারে । স্কুলের ছাত্রছাত্রীদের ব্যাপারে ক্লাস-শিক্ষকের অভিভাবক সুলভ আচরণ ও সেইমত মোবাইল ফোন ব্যবহার বাঞ্ছনীয় । মোবাইল ফোনের ব্যবহার যথোপযুক্ত না হলে স্কুল বা কলেজ দুয়ের ছাত্র-ছাত্রীদেরই শাস্তিবিধান হতে পারে ।
ReplyDeleteশিক্ষাক্ষেত্রে মোবাইল ফোন নিষিদ্ধ না করে তার ব্যবহার সীমিত ও কেবল অনুমতিসাপেক্ষ প্রয়োজনভিত্তিক করা উচিৎ বলে আমি মনে করি ।