Sunday, July 1, 2007

নারী নির্যাতন Atrocities against Women

To read and write in Bengali, please download FREE Fonts and FREE Keaboard Software by clicking the links given under "You must visit" and Set your Browser Encoding to Unicode (UTF-8 ). Thank you


নারীরা নিজেই কি সর্বক্ষেত্রে নারী নির্যাতনের মূলে ?
যে কোনো রকমের নারী নির্যাতন - সম্বন্ধে আপনার মতামত ও প্রতিবাদ এই পাতায় লিখে রেখে যান

Are Women themselves at the root of all Atrocities against the WOMAN ?
Write and Protest about Any and All forms of Atrocities against the WOMEN in this page as COMMENT.



To read and write in Bengali, please download FREE Fonts and FREE Keaboard Software by clicking the links given under "You must visit" and Set your Browser Encoding to Unicode (UTF-8 ). Thank you

3 comments:

  1. সভ্যতার প্রায় প্রথম অবস্থা থেকেই সমাজ পুরুষ শাসিত । প্রাকৃতিক কারণেও নারী পুরুষ অপেক্ষা শারীরিক ও মানসিক কাজকর্ম্মে অপটু ও সন্তানের জন্মদান ও রক্ষণাবেক্ষণের জন্য পুরো স্বাধীন নয় ও অন্য মানুষ বিশেষ করে অন্য পুরুষের উপর নির্ভরশীল । যদিও এখন কয়েকটি দেশে নারী পুরুষের সমান অধিকার তবে তা কতটা বাস্তবে সামাজিক ও পারিবারিক কাজেকর্ম্মে কতটা প্রতিফলিত হয় সে সম্বন্ধে সংশয় আছে । আমাদের ও আমাদের মত অনেক দেশেই সামাজিক ও পারিবারিক প্রক্রিয়ায় পুরুষের গুরুত্ত্ব নারীর তুলনায় অনেক বেশী ।
    মানুষ নারীপুরুষ নির্বিশেষে স্বার্থপর । তাই নারীকে নিজের স্বার্থেই সবসময় পুরুষের মন যুগিয়ে চলতে হয় । আর পুরুষ চায় বলেই নারী অন্য নারীর প্রতি নির্যাতন করে । পুরুষ না চাইলে কোন নারী ই কোন নারীকে নির্যাতন কেন কোনরকম অসম্মানও করতে পারে না । নারী যখন অন্য নারীকে নির্যাতন করে তখন সে নিজেকে নারী বলে মনে করে না , মনে করে সমাজের বা পরিবারের প্রতিভু আর নির্যাতন করাকে মনে করে সামাজিক শাস্তিবিধান । পুরুষ এইভাবে নিজের ইচ্ছা নারীকে দিয়ে নারীর উপর করিয়ে নেয় ।
    নারী যখন সমাজে স্বাধীন মর্যাদা পাবে ,পুরোপুরি নিজের উপরে নির্ভর করতে পারবে , তার চিন্তা ও ইচ্ছা সমাজে ও পরিবারে পুরুষের মত সমান গুরুত্ত্ব পাবে তখন আর সে অন্য নারীকে নির্যাতন করবে না । তবে ততদিন নিজের আত্মরক্ষার্থে তাকে নারী নির্যাতন করতে হবে । নারীই নারী নির্যাতনের মূলে বটে তবে আসল কারণ পুরুষ । পুরুষ না চাইলে কোন নারীই কোনভাবে অন্য নারীর দ্বারা নির্যাতিত হতে পারে না ।

    ReplyDelete
  2. গৃহবধু নির্যাতন এর পেছনে সর্বদাই শাশুড়ি ননদ জড়িট থাকে | সেখানে পুরুশ এর ভুমিকা খুব কম ই দেখা যায় | আম্নস নারীরাই পুরুষকে দিয়ে অত্যাচার করায় |

    ReplyDelete
  3. গৃহবধু নির্যাতনে শ্বাশুড়ি ননদ জড়িত থাকে তা খুবই সত্যি তবে যদি শ্বশুর বা স্বামী এই নির্যাতন অপছন্দ করে বা এই নির্যাতনে প্রত্যক্ষ বা পরোক্ষ মদত না দেয় তবে কি এই নির্যাতন চলতে পারে । পুরুষ তো
    পুরুষশাসিত সমাজে নারীদের প্রতি এমনিতেই নানা অত্যাচার নানা ভাবে করে । নারীদেরও তারা এ ব্যাপারে কাজে লাগায় ।
    নারী শাসিত সমাজেই নারী পুরুষকে দিয়ে নারীর প্রতি অত্যাচার করাতে পারে । আমাদের সমাজ মোটেই নারী শাসিত নয় । তাই তা হলে কি হতো তা বলা এখন সম্ভব নয় । হয়তো কয়েক জায়গায় হতে পারে তবে তা বিক্ষিপ্ত ঘটনা ও ব্যাতিক্রম । Exception proves the rule.

    ReplyDelete