Friday, July 20, 2007

বিশ্ব ভারতীর প্রতীক চিহ্ন Visva Bharati Logo

To read and write in Bengali, please download FREE Fonts and FREE Keaboard Software by clicking the links given under "You must visit" and Set your Browser Encoding to Unicode (UTF-8 ). Thank you



বিশ্ব ভারতীর প্রতীক চিহ্ন বদলানো কি উচিত হবে ?


সম্প্রতি খবরে প্রকাশ যে বিশ্ব ভারতীর প্রতীক চিহ্নটির পরিবর্তন হতে চেলেছে । তা তাঁরা করতেই পারেন । নিজেদেরই প্রতীক, নিজেরা বদলাবেন, তাতে এমন কী রামায়ণ অশুদ্ধ হবে ? তাঁরা তো বেআইনি কিছু করছেন না । কিন্তু বিশ্বভারতী তো সারা ভারত তথা বাংলার মানুষের সংস্কৃতির পীঠস্থান । পরম শ্রদ্ধেয় গুরুদেবের মানস-সন্তান ।তাই একটা বক্তব্য আমাদের তরফের থাকতেই পারে । যদি থাকে, তা আপনারা এখানে ব্যক্ত করুন ।




Should Visva Bharati change its Logo ?

Resently it was flashed in some of the newspapers that Visva Bharati is planning to change its Logo. That should not be any problem! It is their Logo and they are not doing any thing illegal! But today, Visva Bharati is a symbol of a great culture of India and Bengal. To top it all, it was our most revered Gurudev Rabindranath Tagore's brain child. Therefore we may have a say in this issue. If you have anything to say, please put down your comments here.





To read and write in Bengali, please download FREE Fonts and FREE Keaboard Software by clicking the links given under "You must visit" and Set your Browser Encoding to Unicode (UTF-8 ). Thank you

1 comment:

  1. বিশ্বভারতীর প্রতীক বিশ্বভারতী বদলাবে এতে আমার বা আপনার কি বলার থাকতে পারে । আপনারা তো নিজেরাই স্বীকার করেছেন যদি তারা এটা করে তাহলে নিশ্চয় কোন অন্যায় হবে না । তাদের হয়তো কোন কারণে প্রতীক পাল্টান দরকার হয়েছে ,তাই পাল্টাচ্ছে । হয়তো যদি পালটায় জানিয়ে দেবে কেন পাল্টাবে । নাও জানাতে পারে । সেটা তাদের সুবিধা অনুযায়ী । এ ব্যাপারে আমার আপনার মত নেবারও ওদের দরকার নেই, আমার আপনার আপত্তিরও কোন কারণ নেই । যদি নাম পাল্টাত তবে হয়ত কিছু বলার থাকতে পারত। প্রতীক পাল্টালে তাদের ছাড়া আর ক্ষতি কাদের।

    ReplyDelete