Monday, September 10, 2007

পাকিস্তান Pakistan

To read and write in Bengali, please download FREE Fonts and FREE Keaboard Software by clicking the links given under "You must visit" and Set your Browser Encoding to Unicode (UTF-8 ). Thank you.

পাকিস্তান

ভূতপূর্ব প্রধাণমন্ত্রী এবং পাকিস্তান মুসলিম লীগ নেতা নওয়াজ শরিফ আজ স্বদেশে ফিরলেন সাত বছরের নির্বাসনের পর । তাঁর উড়ানের নম্বর ছিল পি.অই.এ ৭৮৬, যা কিনা ইসলাম ধর্মাবলম্বীদের জন্য সব চেয়ে পবিত্র সংখ্যা । আমরা আশা রাখতেই পারি যে এই সংখ্যা দিয়ে যে যাত্রা শুরু হল তার পরিনতি ভাল হবেই পাকিস্তানের পক্ষে এবং স্থায়ী গণতান্ত্রিক সমৃদ্ধ পাকিস্তান ভারতের প্রতিবেশী হিসেবে আমাদের কাছে অনেক বেশী কাম্য । আমরা সবাই জানি যে শরিফ সাহেবকে জেনারেল মুশার্রফ নানাভাবে তাঁর নির্বাসনের ব্যাবস্থা করে দেশের শাসনভার হস্তগত করেছিলেন । আজ ইসলামাবাদ বিমানবন্দরে, নওয়াজ শরিফের অবতরণকালে, কাঁদানে গ্যাস ও লাঠি দুইই চলেছে! আমাদের পশ্চিমের প্রতিবেশীর ইতিহাসে আজ একটি নতুন অধ্যায়ের সূচনা হল তাতে কোনো সন্দেহ নেই । অন্য দল পাকিস্তান পিপলস পার্টির নেত্রী বেনজীর ভুট্টোও শিঘ্রই দেশে ফিরবেন । তিনি নাকি জেনারেল মোশার্রফের সাথেই কি এক বোঝাপড়াও করেছেন বলে শোনা যাচ্ছে!

এই স্বাধীনতা দিবসের সময় একটা কথা বার বার উঠে আসছিল । তা হল এই যে, যদিও পাকিস্তান এক দিন আগে স্বাধীনতা লাভ করে, ভারতের ৬০ বছরে স্বাধীনতার বয়স হলেও পাকিস্তানের স্বাধীনতা নাকি মোটে ৩০ বছরের! কারণ বাকি ৩০ বছর সে দেশ মিলিটারি শাসনের অধীনে ছিল । ভারতে শত অন্যায় অবিচার থাকলেও একটা গণতান্ত্রিক পরিবেশ সবসময় থেকেই গেছে । এদেশে শাসনভারের হস্তান্তর নির্বিঘ্নেই হয়ে থাকে ভোটে জিতে আসার পর (অনেক ক্ষেত্রে কেমন ভাবে ভোটে জয় হয় সেটা অবশ্য তর্কের বিষয় নিঃসন্দেহে!) । পাকিস্তানে সেটা যেন কল্পনার অতীত । একবার তো গণতন্ত্র প্রতিষ্ঠার উদ্যোগে নির্বাচনের পরে হস্তান্তরের কথা উঠতেই এমন পরিবেশের সৃষ্টি হল যে দেশটাই ভাগ হয়ে গেল! তাই এবার পাকিস্তানে কি হয় তা আমরা সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছি ।

ইতিহাসের এক দুঃখজনক ঘটনা-প্রবাহের জেরে যে দেশকে প্রতিবেশী রাষ্ট্র বলতে বাধ্য হচ্ছি, তা আসলে আমাদেরই দেশের এক অংশ হবার কথা ছিল । আরও পরে, পূবে বাংলাদেশ হয়েছে যা ও আর আমাদের দেশের অংশ নয় । ভাবের ঘোরে থাকলে তো চলে না, তাই বাস্তবে ফিরি । সেখানে এই তিন প্রতিবেশী দেশ নিজের নিজের সত্তা নিয়ে দাঁড়িয়ে রয়েছে । তবুও এই তিন দেশেই এখনও এমন অনেক মানুষ আছেন যাঁরা এখনও মনে প্রাণে বিশ্বাস করেন যে ভবিষ্যতে কখনও এই তিন দেশ মিলে মিশে এক হবেই!

বাংলাদেশ নিয়ে আলোচনা আমরা বাংলাদেশের পাতায় চালিয়ে যাবো । এই পাতায় পাকিস্তান নিয়ে যত আলোচনা, চলুক । পাকিস্তান নিয়ে আপনাদের যা কিছু বক্তব্য এথানে comment করে লিখে যান । আপনাদের বক্তব্য শুধু এই post এর বিষয়তেই সীমাবদ্ধ রাখার পক্ষপাতি আমরা নই । আপনারা comment এর মাধ্যমে পাকিস্তান সম্বন্ধে নতুন কোনো বিষয় উত্থাপন করে আলোচনা শুরু করে চালিয়ে যেতেই পারেন ।

Pakistan

The Deposed Prime Minister and Pakistan Muslim League - N leader Mr. Nawaz Sharif returned to Pakistan this morning after living in exile for 7 years. His flight number was PIA 786 which incidentally is the most sacred number to the Muslims! Thus we may surely expect that the journey which is started with this sacred number is bound to benifit Pakistan. A prosperous and democratic Pakistan will always be more acceptable to India as a good neighbour. We all know how Gen. Musharraf had planned the ouster of Mr. Nawaz Sharif while assuming power. Today, Islamabad Airport witnessed Lathi Charge and Tear gas shells during his arrival! However there is no doubt that this is the begining of a new chapter in the life of our western neighbour! The leader of PPP Begam Benazir Bhutto is also due to return soon. She is said to have entered into an understanding with Gen. Musharraf!

During the last Independence day, people had been discussing that even though Pakistan got independence one day before India, India's Independence has been foe 60 years while Pakistan's only for 30 years. For rest of the 30 years, Pakistan was under the Military rule! Even with all its mis-rules and in-justice in India, the democratic environment has remained intact. After winning in the elections in this country, the transfer of power has always been peaceful. This is un thinkable in Pakistan! During one such transfer of power after elections, the country itself got broken into two! That is why we are cautiously observing - what ever happens in Pakistan!

Due to a very sad chapter in our common history, The nation, we are forced to call our neighbour today, was supposed to be just another part of our own country! Much later we had Bangladesh to our east, which was again not a part of our country! There is no use in becoming so immotional now and must accept the truth that there are three independent countries, each with its distinct individuality. Still there are many of us living in all three countries who firmly believe that some day these countries will unite!

If you want to discuss anything about Bangladesh please click here. Let discussions about only Pakistan continue in this page in the form of your COMMENTS. You need not restrict your comments to the Topic of the POST. You may bring up any other issue about Pakistan and continue discussions through your comments in this page.

To read and write in Bengali, please download FREE Fonts and FREE Keaboard Software by clicking the links given under "You must visit" and Set your Browser Encoding to Unicode (UTF-8 ). Thank you.

6 comments:

  1. Things are moving very fast in Pakistan! By the time we could publish the Post, Mr. Nawaz Sharif was swiftly arrested at the airport, placed on an Airbus of PIA and deported to Jeddah in Soudi Arabia!
    He seems to be totally out of luck now!
    We are watching!

    ReplyDelete
  2. While working on ships with mixed foreign crew, I had the chance of working with Pakistanis. As an Indian I was supposed to be their foremost enemy! But I had all along very good time with them. We shared our joys and sorrows back home, just as we share among us Indian colleagues.
    I can say with some responsibility that ordinary Pakistanis will love to stay in peace and harmony with neighbour India. It is the Politcal and Religious leadership which triggers the animosity. People dance to their tunes and pay for it.

    ReplyDelete
  3. Emergency in Pakistan was lifted yesterday ! We saw a lot of video clippings of Gen. Mussarraf in Sherwani instead of Uniform! He looks better in them than in Uniform ! Does he know that?!

    ReplyDelete
  4. Benazir Bhutto was assasinated on 27th Dec 2007.

    Our Deepest condolences to the poeple of Pakistan and family members of Benazir Bhutto. May her soul rest in peace.

    Now it is up to the people of Pakistan to decide whether they should continue supporting the terrorists or keep Pakistan Pak(Holy)!

    ReplyDelete
  5. Our Best wishes are with the newly elected Pakistan Govt and its People. The release of the Chief Justice was the first step the PM has taken. We wish him and his people all the best.

    May the people of of Pakistan prosper under the new Govt and may the people of Pakistan have a very bright future. As a neighbour, that will be best for India.

    ReplyDelete
  6. We just saw a ghastly act on our TV screens! A Pakistani youth was shot at point blank range, by security personnel while he was just pleading with them! This happened in Karachi!

    Allah! Please save Pakistan!

    ReplyDelete