Saturday, September 22, 2007

রাম সেতু Ram Setu

To read and write in Bengali, please download FREE Fonts and FREE Keaboard Software by clicking the links given under "You must visit" and Set your Browser Encoding to Unicode (UTF-8 ). Thank you.

রাম সেতু

ভারত ও শ্রী লঙ্কার মধ্যে রয়েছে রামেশ্বরমে রাম সেতু । যার আর এক নাম Adam's Bridge । ভারত সরকার সেই সেতুর খানিকটা কেটে বাদ দিয়ে সেখান দিয়ে জাহাজ চলাচলের জন্য সেতু সমুদ্রম প্রজেক্ট নামে একটি উদ্যোগ নিয়েছেন । যদিও এই সেতু মুসলিম এবং খৃষ্টানদের কাছেও ধর্মের দিক দিয়ে গুরুত্বপূর্ণ, মূলতঃ হিন্দুদের কাছ থেকেই এই প্রজেক্টের বিরোধিতা করা হচ্ছে । বিরোধী দল বি.জে.পি. তো এমন এক রাজনৈতিক অস্ত্র হাতে পেয়ে যার পর নাই উল্লসিত এবং পুনরুজ্জিবিত বোধ করছে! তার উপর কেন্দ্রীয় সরকারের তরফে সুপ্রীম কোর্টে দায়ের করা হলফনামায় তারা বলেছিলেন যে রাম ঐতিহাসিক চরিত্র নয় এবং রাম সেতু রামচন্দ্র তৈরী করেছিলেন, এমন কোনো প্রমাণ নেই । যদিও ভোট চলে যাওয়ার ভয়ে পরদিনই সেই হলফনামা ফিরিয়ে নেওয়া হয়েছে, ক্ষতি যা হবার হয়ে গেছে ।

এ বিষয় আপনাদের মতামত এই পাতায় Comment করে জানান।

কর্ম সূত্রে রাম সেতু এবং সেখানকার মানুষের জীবনযাত্রা কে খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছিল মিলন সেনগুপ্তর । এই বিষয় কে নিয়ে তার সচিত্র লেখা "রাম সেতু বিতর্কে ও বীক্ষণে" পড়ুন এখানে ক্লিক করে

Ram Setu

India and Sri Lanka are physically joined by a bridge called Ram Setu or the Adam's Bridge. The govt of India has taken up a project called Setu Samudram Project, where a portion of the said bridge will be removed by dredging to create a shipping lane for ships to pass from East coast to west cost of India and vice versa, shortening the distance by about 400 miles. Even though this strip of land mass is revered by Muslims and Christians, mainly the Hindus have objected to this destruction of the Ram Setu. The Congress led central govt had given a sworn affidavit in the Supreme Court of India that Ram is not a Historical character and that there is no evidence to believe that Ram had built that bridge! Realising that they have effectively managed to alienate the majority Hindu community, they withdrew that affidavit. But the damage was done! The main opposition party BJP who were busy in internal squabbles and totally devoid of any Issue for the forthcoming elections, suddenly got a shot in the arm!

Leave your COMMENTS on this Issue here. They will be published immediately.

Milan Sengupta had the opportunity to serve in Rameshwaram and had seen the Ram Setu as well as the life of people living there from close quarters. Click here to read an article aided by photos and sketches by him on this issue in Bengali.

To read and write in Bengali, please download FREE Fonts and FREE Keaboard Software by clicking the links given under "You must visit" and Set your Browser Encoding to Unicode (UTF-8 ). Thank you.

1 comment:

  1. মোটামুটি কিছু জানলাম। লেখক-কে ধন্যবাদ।
    প্রণব কুমার কুণ্ডু।৩১. ১০. ২০১৫ ।
    pkkundu10@gmail.com
    pranabk.blogspot.com

    ReplyDelete