Saturday, September 29, 2007

বর্মা Burma (Myanmar)

To read and write in Bengali, please download FREE Fonts and FREE Keyboard Software by clicking the links given under "You must visit" and Set your Browser Encoding to Unicode (UTF-8 ). Thank you.

বর্মা

ভারতের একটি প্রতিবেশী দেশ। যদিও সে দেশ পরাধীন নয়, তবু মানুষের অধিকার বহুকাল আগেই সে দেশেরই মিলিটিরি হস্তগত করে নিয়েছে । তাই সে দেশের মানুষ আজ পরাধীন না হয়েও অধীকার-হীন । বহুবার চেষ্টা চলেছে যাতে মিলিটারি শাসকদের সরিয়ে ফেলার কিন্তু তা সফল হয় নি । তাঁদের নেত্রী আং সান সূ কী -র গৃহ বন্দী হয়ে থাকার কথা সর্বজনবিদিত । সম্ভবত এত দিনে তিনি বোধহয় সব চেয়ে বেশী দিন গৃহবন্দী থাকা মানুষদের মধ্যে অন্যতম । ১৯৯৯ সালে তাঁর মরণাপন্ন স্বামীর সঙ্গেও তাঁকে শেষ সময় দেখা করতে দেওয়া হয় নি । তাঁর ছেলেদের সঙ্গেও তাঁর দীর্ঘকাল দেখা করতে দেয়নি বর্বর মিলিটারি শাসক । তিনি ১৯৯১ সালে তাঁর নোবেল শান্তি পুরস্কারটিও গিয়ে গ্রহণ করতে পারেন নি । আমরা অনেকেই জানি না যে তিনি দিল্লীর লেডি শ্রীরাম কলেজ থেকেই ১৯৬৪ সালে স্নাতক হন ! সাধারণ মানুষের দুর্দশার কথা আর বলার অপেক্ষা রাখে না । সম্প্রতি আবার সেখানে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন শুর্ হয়েছে । এবার বৌদ্ধ সন্ন্যাসীরা অগ্রণী ভূমিকা নিয়েছেন । ফলে গত দু তিন দিনে শত শত সন্ন্যাসীকে জেলে পুরেছে সেদেশের জঙ্গী সরকার ।

আমরা এই অমানবিক কার্যকলাপের তীব্র নিন্দা করছি এবং আমরা চাই যত শিঘ্র সম্ভব সে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক । আমরা ভার সরকারের কাছে অনুরোধ করছি তাঁরা যেন আর নীরব দর্শক না থেকে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেন ।

নেতাজী সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের রাণী লক্ষ্মী ব্রিগেডের ডঃ (ক্যাপ্টেন) লক্ষ্মী সেহগালের নেতৃত্বে, ভারতের নয়া দিল্লী এবং কলকাতায় একটি সংস্থা - Solidarity Committee for Burma's Freedom Fighters সক্রিয় আছে । তাদের ওয়েবসাইটে যেতে এখানে ক্লিক করুন

বর্মার বিষয়ে এবং ভারত সরকারের অবস্থান নিয়ে আপনাদের যাবতীয় মন্তব্য এখানে COMMENT করে লিখে যান ।

Myanmar (Burma)

Burma or Myanmar is one of our neighbouring countries. Though it is an Independent country the people have no democratic rights as the Army had taken over the power for a very long time. Several attempts to regain democracy fave not materialized. The military, very shamelessly refused to hand over power to the elected leader Aung San Suu kyi in 1990. She is under house arrest and detention since then. She is perhaps one of the persons to be detained for the longest period of time. In 1991 she was not allowed to accept the Nobel Peace Prize. She even was not allowed to see her dying husband in 1999. She is even not allowed to meet her sons by this regime. Many do not know that she graduated from Lady Sriram College in New Delhi in 1964!
Recently the pro democracy movement has again picked up. This time the Buddhist Monks are in the fore front. As usual the Military junta has come down harshly to quell the movement. During the past 2 or 3 days hundreds of monks and civilians have been put behind the bars.

We strongly protest against these inhuman actions of the Ruling Military govt of Myanmar. We also urge the Govt of India to take necessary action instead of being mute spectator.

Please give your COMMENTS on Myanmar and the Indian Govt's actions on this page.

Dr. (Col.) Lakshmi Sehgal, the legendary commander of the Rani Jhansi Regiment of the Indian National Army under Subhas Chandra Bose, heads a distinguished panel of members of Solidarity Committee for Burma's Freedom Fighters in India. They have offices in New Delhi and Kolkata. You may vist their website by clicking on that link or by clicking here.

To read and write in Bengali, please download FREE Fonts and FREE Keyboard Software by clicking the links given under "You must visit" and Set your Browser Encoding to Unicode (UTF-8 ). Thank you.

2 comments:

  1. The new Army Chief Gen. Dipak Kapoor has said that the Indian Army wants good relations with the Myanmar Army.
    We understand that
    1. Having good relation with the Myanmar army may help, to some extent, in tackling the insugency in North East.
    2. Keeping the Myanmar military junta in good humour may help to inhibit the influence of China on them. But as some news reports suggest, there are already Chinese observation posts on Coco and Table islands(belonging to Myanmar) north of Andaman & Nicobar Islands. As the reports suggests they have been set up precisely to monitor India. If this is true what else is left to prove that the Myanmar junta is not a reliable ally!?

    A free and Democratic Myanmar will be a better neighbour any day. That is why India should stand up and speak for the pro-demecracy movt.

    Has the Govt of India reached any deal with the Myanmar govt? If so the people of India must know about it.

    After the demise of Indira Gandhi, in such matters, all the later Indian govts and PMs, some how have given the impression that this is a very very soft state! So soft that it is difficult to spot the spine! Even when India has one of the best Armed forces and Nuclear Power!
    Almost any one can hold India to ransome, now a days! We miss Mrs. Gandhi in such matters.

    ReplyDelete
  2. NextVR Official VR Basketball App for Oculus Fueled By 메리트 카지노 쿠폰 메리트 카지노 쿠폰 sbobet ทางเข้า sbobet ทางเข้า 카지노사이트 카지노사이트 3055Lucky Nugget Mobile Casino NJ (Free $200 Match Bonus)

    ReplyDelete