Wednesday, June 13, 2007

এত জমি চাই কেন ? Why new industries are asking for so much of excess land ?

... এখন যার কাছে তেল আছে, কয়লা আছে সে ই প্রকৃত ধনী যেমন গাল্ফের শেখরা তাই যখন এই ইন্ধনের ভাণ্ডার শেষ হয়ে যাবে তখন সে ই সব থেকে ধনী হবে যার কাছে তখনকার জ্বালানি পর্যাপ্ত থাকবে যেটা অবশ্যই সৌর শক্তি আর সৌর শক্তি তার তত বেশী হবে যার যত বেশী জমি থাকবে ! বিশেষ করে পৃথিবীর সেই সব যায়গায় যেখানে সূর্যের আলো সারা বছর ধরে প্রখর থাকে - ট্রপিক্যাল দেশগুলি যেমন ভারত ! এবং বেশীরভাগ তৃতীয় বিশ্বের দেশ, এই গরীব দেশগুলি ভবিষ্যতে সারা পৃথিবীতে জ্বালানির দিক দিয়ে ধনী হবে এটা প্রথম বিশ্বের কাছে, হজম করা একটু কষ্টকর ! তাই তারা এখনই উঠে পড়ে লেগেছে এই সব দেশে জমি দখল করে রাখতে ভবিষ্যতের কথা ভেবে তাই এখনই বহুজাতিকরা চেষ্টা করছে যাতে, যে কোনো ছুতোয় বেশী জমি দখল করে রাখতে ...

...Who ever has fuel reserves today are the richest in the world like the Gulf Shekhs. So in future when this fuel reserve will finish, those who will have access to the maximum energy reserves of that time, will be the richest or will have good bargaining power. There is no doubt that this new energy will be Solar Energy. And who ever will have large areas of land will have access to large quantity of Solar Energy, specially in those parts of the world whare the Sun is brightest through out the year - the Tropical countries like India and many of the Third World countries ! That these poor countries will become energy rich nations in future is quite hard for the First World countries to digest. So they have started reserving huge chunks of land in these third world countries in the garb of Industrialisation...

Read the original article in Bengali by Milan Sengupta.

Give your comments on this issue either in Bengali, Hindi or English.

To read and write in Bengali, please download FREE Fonts and FREE Keaboard Software by clicking the links given under "You must visit" and Set your Browser Encoding to Unicode (UTF-8 ). Thank you.

5 comments:

  1. হে সুধীজন---
    খুব বেশী কি গরম লাগছে ? বিষয়টা খুব গরম ?
    এই পাতায় যখন এলেনই, হাভাতে নন ! হাঘরে নন !
    কমপিউটর ছুঁতে পারেন, এমন রেস্ত আছে
    নিদেন পক্ষে ইনটারনেট কাফে আছে ধারে কাছে !
    যদি তৃতীয়-বিশ্ব-জন অথবা ভারতীয় মূল হন,
    আগ্রহটা আছে ঠিক, হাতে সময়ও কিছুক্ষণ |
    তবে চুপ করে কেন আছেন ? এ বিষয়ে একটু ভাবুন |
    নিজ ভাবনা চিন্তা লিখে রাখার, একটু কষ্ট করুন !
    যদি ভাবেন মোরা ঠিক, তা জানিয়ে রেখে যান |
    যদি ভাবেন মোরা ভুল, লিখে ভুত ছাড়িয়ে যান !
    হাত গুটিয়ে দর্শক হয়ে আর কতকাল কাটাতে চান ?
    নিজের পদচিহ্ন জগতে - কিছু করুন, কিছু লিখে রেখে যান -
    "সন্তান" ছাড়া অন্য কিছুও এই দুনিয়ায় রেখে যান !
    যখন মানুষ হয়ে এসেছেন, ভেড়া হয়ে কেন যেতে চান ?!
    এই কাব্য পড়ে হচ্ছে কি রাগ ? সম্ভ্রম গেছে অক্কা ?
    দুষ্ট কবির ধৃষ্ট লিখন, পদে পদে দেয় ধাক্কা !

    Dear learned Visitor---
    Do you feel this page or it's subject too hot ?
    Since you have reached this page, you arn't a popper !
    Surely you have a PC or at least Internet is within reach.
    If you are from the third world or of Indian origin
    You have the quest and also have the time.
    Then why do you keep quiet ? Think about this topic !
    At least take the trouble to put down your thoughts here.
    If you think we are right, be honest to write so.
    If you think we are wrong, don't hesitate to blast us !
    How long do you want to be an Onlooker or just be aloof !
    Leave your foot prints here --- do something --- write something
    Leave something more than just your "children" in this world !
    You entered this world as a Human. Why do you want to leave like a Sheep?!

    ReplyDelete
  2. Na ami ek mot hote parlam na. beshi jomi nichchhe karon beshi jaygar dokhol pabe. beshi jomi mane beshi taka. Solar Energyr jukti porer kotha.

    ReplyDelete
  3. শিল্পপতিরা বেশী জমি চাইছে না না আমরা তাদেরকে বেশী দিচ্ছি এ সম্বন্ধে কি কোনো সঠিক উত্তর জানা আছে। এটা তো ঠিক ব্যাক্তিগত মালিকানার জমি মানেই সরকারের দায়িত্ত্ব কম । আর সে জমি যদি যারা সামাজিক ও আর্থিকভাবে খুবই পিছিয়ে পড়া তাদের হয় তবে সরকারের কিছু ফালতু সুবিধাও হয়। যেমন তাদের সাহায্য , এগিয়ে আনবার অঙ্গীকার , ভরণ-পোষণের দায়িত্ত্ব এগুলো এড়িয়ে যাওয়া যায়। আবার জমি যদি চেনা শিল্পপতিদের কাছে যায় তবে ব্যক্তিগত ও দলগত বেশ কিছু সুবিধা পাওয়া যায় যা ওই লোকগুলোর থেকে পাওয়ার কোন উপায় নেই। তাদের তো দরকার পাঁচ বছরে একবার। তাও যারা বেঁচে থাকবে । তখন একটা পাইয়ে দেবার রাজনীতি কিছু লোকের জন্য করে দিলেই সে ব্যাপারটাও নিশ্চিন্ত ।
    এটাত সাধারণ বুদ্ধি বলে যদি কেউ কম পয়সায় বেশী জমি পায় তবে রেখে দেওয়াই তার বুদ্ধির পরিচয় দেয়। ফিরিয়ে দেওয়া চরম বোকামি।
    বাপারটা যখন উভয়ের মানে যে দিচ্ছে আর যে নিচ্ছে দুজনেরই সুবিধার তখন বাধা কোথায়।
    সুতরাং শিল্পপতিদের আগেই দোষ না দিয়ে নিজেদের ঘরে আগে অনুসন্ধান করা যুক্তিযুক্ত । শিল্পপতিরা বেশী জমি নানা কারণে চাইতে পারে , আমরা দেব কেন ?

    ReplyDelete
  4. জমির মূল্য ফেলনা নয়

    টাকার মালিক পুঁজিপতি, এই দেশে নাকি অল্প,
    বিদেশ থেকে ডাকছে তাদের, গড়তে নানান শিল্প |
    বার বার বলছে রাজা, ঢালবে যারা টাকা কড়ি,
    তাদের দিতে হবে জমি, তাদের মর্জি মাফিক, ধরি |
    শিল্প! সে কি হাওয়ায় হবে? টাকার সাথে লাগে জমি,
    শিল্প পতির তোয়াজ হলেও, জমির বেলায় 'লাঠির ধ্বনি' |
    ভাবছে রাজা বাংলা জুড়ে, সাত পুরুষের জমিদারী,
    যখন যেটা লাগবে নেবেন, পার্টি-পুলিশ লেলিয়ে, কাড়ি |
    তাইতো টাকার মালিকানার, এত নিলাজ সাধন-ভজন,
    সাত পুরুষের ভিটার মালিক, বাঁচলে প্রাণে চাটবে জখম!

    সিঙ্গুর-নন্দীগ্রামের মানুষ, দেখিয়ে দিল আজকে যেটা,
    গরীব হলেও স্বাধীন তাঁরা, রক্ত দিয়েও রাখবে ভিটা |
    বাংলা মায়ের আঁচল-বিক্রি-দালাল-চক্র রুখছো ভাই,
    শহিদ হচ্ছে যাঁরা, তাঁদের দুষ্ট কবি বন্দে তাই |
    বুঝুক সবে, বাংলা মায়ের আঁচল অত সস্তা নয়,
    পুঁজির মূল্য আকাশ ছুঁলেও, জমির মূল্য ফেলনা নয় ||

    ReplyDelete
  5. বুঝেছি দুষ্ট কবি হয়েছেন আজ বড়ই আবেগাপ্লুত ,
    কাজের সমালোচনা রাজার নয় তো মোটে মনপুতঃ।
    রাজা যখন হয়েছেন তখন যা ইচ্ছে তা তো করবেন
    প্রতিবাদ করলেই লেঠেল্ পাঠিয়ে নির্বাসনে দেবেন ।
    ক্ষুদ্র প্রতিবাদ খতম করবার জন্য তো লেঠেলবাহিনী
    সাময়িক রাজতন্ত্র পুরো ওড়াতে চাই সিঙ্ঘবাহিনী ।

    ReplyDelete