Wednesday, July 4, 2007

বুদ্ধিজীবীদের ডাম-বাম Intellectuals-Left or Right

To read and write in Bengali, please download FREE Fonts and FREE Keaboard Software by clicking the links given under "You must visit" and Set your Browser Encoding to Unicode (UTF-8 ). Thank you.

বুদ্ধিজীবীদের ডাম-বাম বলে কি কিছু থাকা বাঞ্ছনীয় ?
Should the Intellectuals have anything to do with left or right ?


3 comments:

  1. Intellectuals are those who take their decision about any action based on their intellect which is based on their thinking , knowledge and experience. All the above three staraight . So, intellectuals always follow the stright path, neither left nor right. However this staright path may sometimes travarse through the left zone and sometimes through the right zone depending upon the circumstance of that particular action.
    Intellectuals have nothing to do with left or right. I consider by left or right it is meant socialism and capitalism.

    ReplyDelete
  2. বাঙালী বুদ্ধিজীবি
    (কলকাতা, ডিসেম্বর ২০০৬)

    হে মহা জ্ঞানী বঙ্গবাসী!
    ক্ষুদ্র-সুখ মায়ায় বসি বসি,
    বন্ধ করে মনের যত দুয়ার
    রুখবে কিসে "সিঙ্গুর" নামি জোয়ার?
    আজও যদি চুপটি করে বসে,
    একটু কিছু হারাবার ভয়ে-ত্রাসে
    না পায় পাশে আজ সর্বহারা!
    তবে কিসে তোমার এত গর্ব করা?!

    এত মিছিল, নাটক-যাত্রা, সুস্থ-চিন্তা!
    তেভাগার গান, ঝাণ্ডা, স্লোগান-নামতা!......

    সম্পূর্ণ কবিতাটি পড়তে এখানে ক্লিক করুন

    ReplyDelete
  3. দুষ্ট কবি চাইছে দেখি বাঙালী বুদ্ধিজীবিকে জাগাতে ,
    অগ্রপশ্চাৎ ভুলে গিয়ে সর্বহারাদের পাশে দাঁড়াতে ।
    অন্যলোকের দুঃখ দেখে শোক প্রকাশ করা খুব সোজা ,
    সেখানে নিতে হয় না কোন কর্ত্তব্যও কাজের বোঝা ।
    কিন্তু যদি সেই ঘরহারারা হয় নিজের পরিবারের লোক
    অনেক চিন্তাভাবনা করতে হয় শুধু করলে চলে না শোক ।
    আগে তাদের দেখতে হয় কাদের সাথে কোথায় লড়তে হবে
    যা এখন চলছে তার থেকে ভাল না হয়ে খারাপ কিছু হবে ?
    যদি বোঝে লড়া উচিৎ ,দেখবে মন,গায়ের জোর কি আছে
    কিছু লোকের জন্য অনেকের ক্ষতির কোন কারণ আছে?
    যদি বোঝে কাজটা খারাপ হোলেও তাদের করার কিছু নেই,
    বসে সময়ের অপেক্ষা করে , কেননা মন্দের ভাল তাতেই ।
    দুষ্ট কবিকে জিজ্ঞাসা করি উনি তাদের কি করতে বলেন
    সেটা যদি ঠিক হয় তবে নিশ্চয় উনি নিজে সে রাস্তায় চলেন ।
    হঠাৎ করে ঝাঁপিয়ে পড়ে কাজের কাজ কি আর করা যায় ,
    বেশীর ভাগ সময়ে কিছু না করাও তার থেকে ভাল হয় ।

    ReplyDelete