Thursday, August 23, 2007

বিচার Justice

To read and write in Bengali, please download FREE Fonts and FREE Keaboard Software by clicking the links given under "You must visit" and Set your Browser Encoding to Unicode (UTF-8 ). Thank you.
ভারতের জণগন এখনো দেশের বিচার ব্যবস্থার উপর আস্থা রাখেন ।

এ বিষয়ে আপনার মতামত কমেন্ট করে লিখুন

The people of India still have faith in the Judiciary .

Please give your COMMENTS on this topic
To read and write in Bengali, please download FREE Fonts and FREE Keaboard Software by clicking the links given under "You must visit" and Set your Browser Encoding to Unicode (UTF-8 ). Thank you.

6 comments:

  1. সত্যি এটা খুবই খুশীর কথা যে দেশের প্রায় পুরো জনগণ, যারা শাসিত গোষ্ঠীর মধ্যে পড়ে ও যাদের বেশীর ভাগই অশিক্ষিত ও দরিদ্র ,এখনও অবধি দেশের বিচার ব্যবস্থার উপরে আস্থা রাখেন । বা আর একটু ঘুরিয়ে বলা যায় শাসক গোষ্ঠী নিজেদের সুবিধার জন্য চান ও সেরকমভাবেই বন্দোবস্ত করেন যাতে শাসিত গোষ্ঠীর বিচার ব্যবস্থার উপরে আস্থা থাকে বা আরও ঘুরিয়ে বলে যায় আস্থা রাখতে বাধ্য হয় ।
    কিন্তু অল্পসংখ্যক যারা অর্থবান ও তথাকথিত শিক্ষিত, যাদের মধ্যেই আছে শাসিত গোষ্ঠী , তারা জানে বা তাদেরকে জানান হয় ও তারা জোর করে অন্যকে জানিয়ে দেয় , তারাও এ ব্যবস্থার উপরে আস্থাশীল । তবে সে ব্যবস্থাটা বিচারব্যবস্থা বলে এখানে চালানো হলেও আসলে সেটা এমন একটা ব্যবস্থা যাতে তাদের নিজেদের লাভ সবথেকে বেশী হয় অথচ আইনের বা সুবিচারের মুখোসটাও পুরোপুরি বজায় থাকে ।
    আমার মত কয়েকজন যারা এ দেশের কোন ব্যবস্থার প্রতিই শ্রদ্ধাশীল নয় তারা ছাড়া, দেশের সবাই, নিজের নিজের দৃষ্টিভঙ্গী থেকে , আমাদের দেশের তথাকথিত বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল ও আস্থা রাখেন ।

    ReplyDelete
  2. ভুপাল গ্যাস ট্র্যাজেডির কথা টা ভুলে গেলেন! ভুক্তভোগী ছাড়া আর কেউ মনে করতেও চান না সে দিনের কথা । তাই কি সেই ইউনিয়ান কারবাইডের মালিক "ডাও কেমিকেল" কে নন্দীগ্রামে এনে কেমিক্যাল হাব করার কথা ভাবছিলেন পশ্চিমবঙ্গের বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার । যতদূর মনে পড়ে তাঁদের বর্তমান কেন্দ্রের বন্ধু সরকারের পূর্বসূরির প্রয়াসে মাত্র ৬৪ কোটি টাকায় ভূপাল গ্যাস পীড়িতদের ক্ষতিপূরণের কথা হয় । আরও চেষ্টা চালানো হয়েছিল যাতে কেসটি কোনোমতেই যাতে আমেরিকার আদালেতে না যায় । তাতে যে অনেক বেশী ক্ষতিপূরণ দিতে হোত!

    বিচার ব্যবস্থা শুধু আদালতকে দিয়ে হয় না । ক্ষমতাশীল গোষ্ঠির বা সরকারের প্রভাব এবং কলকাঠি নাড়া, এ সব ও ন্যায় বিচারের পথ কণ্টকীর্ণ করে ।

    ReplyDelete
  3. আমি জ্ঞানবন্ধুর কথা সমর্থন করি । যোগ করতে পারি , শোনা গেছে ভূপাল গ্যাস ট্র্যাজেডিতে পীড়িতদের মাত্র ৬৪ কোটি ক্ষতিপুরণেরও সামান্য অংশই প্রকৃত লোকেরা তাও অনেক ঘোরাঘুরি ও অনেক জায়গায় অনেক দক্ষিণা দেওয়ার পরে পেয়েছে । এখনও অনেক পীড়িত ব্যক্তি আছে যারা অনেক কিছু হারিয়েছে কিন্তু কিছুই পায় নি । কিন্তু এ ধরণের দৃষ্টান্ত এত ভুরি ভুরি আছে ভারতীয় বিচার ব্যবস্থার একপেশেমির ব্যাপারে যে ঠগ বাছতে গাঁ উজাড় হয়ে যাবে ।

    ReplyDelete
  4. Today a news item on Star News channel showed a person accused of theft being beaten up first and then tied behind a motor byke by a rope from his legs and pulled with the man's hands tied up behind his back! The rider of the Byke was a policeman! This incident occurred in Bhagalpur in Bihar. This person was lucky, he wasn't killed. There has been many incidents where the mob's thrashing has led to deaths.

    Actually what is responsible for such actions by the mobs(here we have the police playing along with the mob!) in our country? is it because they think that if any accused is handed over to the law then finally he will go scot-free? So let us give him some punishment, after all!
    Or is it that they think that the police and criminals are so friendly that this is the only way out to teach a lesson to the criminals!
    Is it conveying a message that general pulic is gradually loosing faith in the system and taking law in to their own hands?

    ReplyDelete
  5. এই প্রশ্নের উত্তর দেবার আগে আমদের সঠিকভাবে জানতে হবে যারা ওই চোরকে নিজেরা শাস্তি দিয়েছে তারা সাধারণ লোক না একটা বিশেষ গোষ্ঠি যারা 'পাইয়ে দেবার রাজনীতি'তে পুষ্ট কিছু পরগাছা । এই পরগাছাদের সমষ্টিগত কোন ব্যাবস্থার উপরেই কোন শ্রদ্ধা নেই ,আসলে তারা এর বিপরীতে । তারা মনে করে তাদের দাদারা তারা যাই অপরাধ করুক না কেন তার থেকে ছাড়া পাইয়ে দেবে ( আর তা তারা পায়ও )কেননা ভোটের সংখ্যার চাবিকাঠি থাকে তাদের হাতে । তারা সব সময়ই সমষ্টিগত আইনের ধার না ধেরে নিজেদের ইচ্ছা অনুযায়ী নিজেরা নিজেদের আইন কানুন তৈরী করে । এদের আচরণকে সাধারণের আচরণ বলা যায় না ।

    ReplyDelete
  6. Though it is quite an old news now, We are referring to the High Court Judgement on Singur Tata project land Deal. Taking a piece of land with brute force by any state govt in India and handing it on a platter to Tata who has nothing on his mind except to make money out of it, was found by the judges in the interest of the Public!

    Tapasi Malik was raped and murdered by Supari killers who were paid by some of the highly placed CPIM leaders to make it an exemplary punishment for all those who opposed acquisition of land in Singur for Tatas. The money came from the sale and supply of materials for construction of the Tatas factory at Singur. All this has already been disclosed by CBI to the press.

    So can we not say that money behind the gruesome rape and death of tapasi malik has the finger prints of Tatas on it ?!

    Why should he too not be tried for it ?!

    They say that a Tatas Factory will change the face of the State! What went wrong with Tata steel plant at Jamshedpur?! It is there for almost a century, and Jharkand is still one of the most backward states! So one big factory (will not employ more than 300 to 500 people) is not the answer to progress.

    Tata has just purchased Jaguar Car Company for 2.3 Billion (today's news). He is in a buying spree now, perhaps to achieve the goal of being decleared as the richest man in the world!

    ReplyDelete